নোট বাতিলে বিপাকে পড়বে না ‘দঙ্গল’, আশা আমিরের
ABP Ananda, Web Desk | 29 Nov 2016 10:59 AM (IST)
মুম্বই: নোট বাতিলের ফলে দর্শকদের পকেটে এতটা নিশ্চয়ই টান পড়বে না, যে তাঁরা ‘দঙ্গল’ দেখতে যেতে পারবেন না। এমনটাই আশা করছেন আমির খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত বেশিরভাগ বলি অভিনেতার মত আমিরও ওয়েলকাম করেন। কিন্তু যেভাবে ‘ফোর্স ২’ ও ‘রক অন ২’ নোট বাতিলের কবলে পড়ে ফ্লপ করে গেছে, তাতে ‘দঙ্গল’-এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা একেবারে দূরে রাখতে পারছেন না তিনি। তাঁর কথায়, তাঁর আশা, নোট বাতিলে ‘দঙ্গল’-এর কিছু হবে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ‘রক অন ২’ ঠিক ও সময়ে মুক্তি পেয়েছিল, তাই তা ফ্লপ করেছে। ‘ডিয়ার জিন্দেগি’ তো ভালই চলছে। তাহলে আমাদের ছবির ক্ষেত্রেই বা সমস্যা হবে কেন। সোমবার নোট বাতিলের প্রতিবাদে বিরোধীরা যে ভারত বনধ ডাকেন, সে সম্পর্কে অবশ্য মুখ খোলেননি তিনি।