মাটি কুপিয়ে মে দিবস পালন আমির-আলিয়ার
সৌজন্য- ইনস্টাগ্রাম ও ভিডিও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিনের গোটা কর্মকাণ্ডের কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া ভট্ট।
সেখানে কালো পোশাকে দেখা যায় আমির খানকে।
এদিন হাল্কা সবুজ রঙের কুর্তী এবং সাদা লেগিংস পরেছিলেন আলিয়া।
শুধু মাটি কোপানোই নয়, আমির-আলিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।
এদিন আলিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন আমির খানও।
আসলে, আজ দেশের সর্বত্র শ্রমদিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষ্যে আলিয়া ভট্টও শ্রমদান করলেন।
এদিন সকালে মহারাষ্ট্রের লাতুরে পানী ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে মাটি কোপাতে দেখা গেল আলিয়াকে।
এখন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টকে এদিন দেখা গেল এই ফাউন্ডেশনরে জন্য সময় অতিবাহিত করতে।
কয়েকদিন আগে, মহারাষ্ট্রের সাতারায় এই ফাউন্ডেশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে খননকার্য চালাতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।
বলিউড সুপারস্টার আমির খানের ‘পানী ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরেই চর্চায়। কারণ, এই ফাউন্ডেশন মহারাষ্ট্রের মানুষের জলের সমস্যা সমাধানের প্রয়াস চালিয়ে যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -