'লাল সিং চাড্ডার' রোমান্টিক গানে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে ডুবলেন আমির খান। পাশ্চাত্যের অন্যতম মন ছুঁয়ে যাওয়া ছবি 'ফরেস্ট গাম্প-'র অফিশিয়াল রিমেকেই যে অগাস্টে ফের বাজিমাতি করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট, তা আর বলার অপেক্ষা রাখে না।'ফরেস্ট গাম্প-'র চরিত্রের সঙ্গে মুখের আদলেও মিল আছে আমিরের, আর ততটাই নিষ্পাপ এক্সপ্রেশন, পারফেকশনিস্টের ঝুলিতে। তবে ইস্টটাতে 'লাল সিং চাড্ডার' রোমান্টিক গানে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে নাচ করে আরও একবার সবাইকে মোহিত করলেন আমির খান।


ব্যাগডেটেড বলে আদতে যে কিছুই হয় না


ব্যাগডেটেড বলে আদতে যে কিছুই হয় না, পুরোনো আর নতুন ভাবনার ফিউশনে বারবার সেটা প্রমাণ করে যান আমির খান। এই ছবির প্রযোজনায় আমির খান প্রোডাকশনস হাউজ, প্যারামাউন্ট পিকচার এবং ভায়াকম ১৮ স্টুডিও। ছবি সিলেকশন থেকে অভিনয়, পরিচালনা, প্রযোজনার পরেও খান্তি নেই তাই। তাই তো খুঁত খুঁতে মন যায় এডিট রুমে। একের পর এক শট মুখে বলে যান, যে কোনটা বেস্ট সিংক্রোনাইজড করবে।  সবথেকে বড় কথা প্রায় অনেক দিন পরেই আমিরের মায়বী যাদুতে সব ভক্তরাই ভাসতে চান। হাতে সময়ও বেশি নেই যে। যদি কোভিডের জেরে একাধিকবার পিছিয়েছে এই ছবির মুক্তি। এবার আর দেরি নয়, আগামী ১১ অগাস্ট এই ছবি মুক্তি পাচ্ছে। আর তার আগে একটু একটু করে এছবির স্পর্শ দিয়ে যাচ্ছেন আমির খান।






'লাল সিং চাড্ডার' রোমান্টিক গানে অক্ষরার সঙ্গে ডুবলেন আমির  


আমিরের 'লাল সিং চাড্ডা'য় অন্যতম পাওনা  করিণা কাপুর খান। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোনা সিং। 'লাল সিং চাড্ডা'- পরিচালনা করছেন ধোবিঘাটের কাস্টিং ডিরেক্টর এ চন্দন। ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের ইন্সটা পোস্টে ইতিমধ্যেই দেড় লাখ ছুঁইছুঁই লাইকের বন্যা। কম্যান্টে শুধুই ভালবাসা , আর আগুনে ইমোজি।