মুম্বই: সম্প্রতি ভোপালে এক বিয়ে বাড়িতে (Wedding) গিয়েছিলেন বলিউডের দুই তারকা আমির খান (Aamir Khan) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সেখানে তাঁরা জসবীর জ্যাস্সির সঙ্গে পারফর্ম করেন। দুই তারকাকে একসঙ্গে নাচ-গান করতে দেখা যায়। 


নাচে-গানে আমির - কার্তিক-


সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 'রাজা হিন্দুস্তানি'র 'আয়ে হো মেরি জিন্দেগি মে' গানে পারফর্ম করছেন আমির খান (Aamir Khan)। কালো রঙের ভারতীয় পোশাকে দেখা যায় অভিনেতাকে। অন্যদিকে, কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখা যায় 'তুনে মারি এন্ট্রি' গানে নাচতে। দুই তারকার ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা। কার্তিকের পরনেও ছিল কালো রঙের পোশাক। দুই তারকা একসঙ্গেও পারফর্ম করেন। বলিউডের দুই প্রজন্মের দুই তারকার একসঙ্গে পারফরম্যান্স দেখে ভালোবাসায় ভরিয়েছেন নেট নাগরিকরা।


 


 






 



 








 


প্রসঙ্গত, আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে। অভিনয় থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। বিরতি কাটিয়ে ফের শ্যুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, কার্তিক আরিয়ানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'শেহজাদা'। এছাড়াও তাঁকে দেখা যাবে 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'আশিকি ৩', 'হেরা ফেরি ৩' এবং আরও বেশ কিছু ছবিতে।