মুম্বই: দীর্ঘ টালবাহানা ও বিতর্কের পর অবশেষে আমির খানের বাসভবনের মেরামতির কাজের ক্লিয়ারেন্স দিল বৃহন্মুম্বই পুর নিগম। অভিনেতার আশা, এবার খুব শিগগিরিই তিনি তাঁর ফ্ল্যাট-সংস্কারের কাজ শেষ করতে পারবেন।


নিজের ফ্ল্যাটে বেশ কিছু পরিবর্তন করতে গত বছর উদ্যোগী হয়েছিলেন আমির। কাজও শুরু হয়েছিল। কিন্তু, এরমধ্যেই বিএমসি-র তরফে নোটিস ধরিয়ে দেওয়া হয় অভিনেতাকে। সেখানে বলা হয়, এই নির্মাণকাজের ফলে, আশেপাশের মানুষজনের সমস্যা হচ্ছে।


এই নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। কাজ থমকে যায়। দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয় বলে খবর। অবশেষে সমস্যার সমাধান হল। সূত্রের খবর, আমির খানকে ক্লিয়ারেন্স দিয়েছে বিএমসি। তবে, জরিমানার বিনিময়ে।