লন্ডন: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে যাওয়ার পর অনেক বিশেষজ্ঞই ভারতীয় দলে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। কেউ কেউ প্রয়োজনে ছয় ব্যাটসম্যান নিয়ে নামার প্রয়োজনীয়তার কথা বলেছেন। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচ বোলার নিয়েই নামবে ভারত। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টে ভারত মাত্র ৩১ রানে হেরে যায়। ওই ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যান ইংরেজ বোলিং আক্রমণের মোকাবিলা করতে পারেননি।
এদিকে, লর্ডসের পিচ নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তা কিন্তু ভারতের পক্ষে স্বস্তিদায়ক নয়। জানা গেছে, পিচে থাকতে পারে ঘাস, যা মিডিয়াম পেসারদের পক্ষে সহায়ক। গত দুদিন ধরে পিচ ঢাকা রয়েছে। এরফলে পিচে আদ্রতা থাকার সম্ভাবনা পুরোদস্তুর রয়েছে। এ ধরনের পরিবেশে সমস্যায় পড়তে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।
কিন্তু এরপরও ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার কোনও পরিকল্পনাই নেই ভারতের। ভারতের বোলিং কোচ, এমন ধারণাকে রক্ষণাত্মক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এখানে অতিরিক্ত একজন ব্যাটসম্যান নিয়ে খেললে তা রক্ষণাত্মক কৌশল হবে বলেই আমি মনে করি। সবকিছুই পরিবেশের ওপর নির্ভর করছে। আর এখানের পরিবেশ প্রথম টেস্টের মতো ততটা অনুকূল হবে বলে মনে হয় না। আর এ ধরনের পরিবেশে পাঁচ বোলার নিয়ে খেলাটাই ঠিক হবে।
উল্লেখ্য, সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটার সিরিজের প্রথম টেস্টে ভারতের হারের পর ছয় ব্যাটসম্যান নিয়ে খেলার পক্ষে সওয়াল করেছেন।
প্রথম টেস্টে সুইং সামলাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। যদিও ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন বোলিং কোচ।