মুম্বই: সাধারণত বিতর্ক থেকে শত হস্ত দূরে থাকতে ভালবাসেন আমির খান। কিন্তু সেলিব্রিটি যেখানে, বিতর্ক সেখানে। ছেলেমেয়েদের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করায় যাচ্ছেতাই ট্রোলড হলেন তিনি।

আমিরের জ্যাঠতুতো দাদা ও পরিচালক মনসুর খানের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে জন্মদিনের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন আমির। তাতে দেখা যাচ্ছে, তাঁরা সবাই মিলে খাওয়াদাওয়া করছেন, খেলা করছেন ছেলেমেয়েদের সঙ্গে। রয়েছেন আমিরের স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ ও মেয়ে ইরা।


প্রথমে ট্রোলরা প্রশ্ন করে, রমজান মাস চলছে তো, এত খাওয়াদাওয়া কীসের। আপনি ধর্ম মানেন না? আর তারপর ইরার সঙ্গে আমিরের ছবিতে আগুনে ঘৃতাহুতি হয়। ইরার পোশাক নিয়ে তো বটেই, বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও আপত্তিকর টিপ্পনি চলতে থাকে।

যদিও কেউ কেউ এগিয়ে আসেন আমিরের হয়ে কথা বলতে। তাঁরা বলেন, এই ছবি বাবা-মেয়ের সুন্দর সম্পর্কের প্রমাণ, এর মধ্যে যারা অশ্লীলতা খোঁজে, তারা নিজেরাই অশ্লীল।