মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শকদের প্রত্যাশা অনেক। তাঁর অন্যান্য ছবির মতোই এবারও ছক ভাঙা গল্প নিয়ে পর্দায় আসছেন আমির খান। স্বাভাবিকভাবেই তাই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। এই ছবির শ্যুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান অভিনেতা। সে সময় কী করেন তিনি? কীভাবেই বা চোট নিয়ে শ্যুটিং শেষ করেন?
'লাল সিং চাড্ডা'র শ্যুটিং চলাকালীন হাঁটুতে চোট পান আমির খান-
'লাল সিং চাড্ডা' ছবিতে দৌড়নোর একাধিক দৃশ্য রয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, দৌড়নোর একাধিক দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান আমির খান। কিন্তু তাঁর সেই চোট তাঁকে দমিয়ে রাখতে পারেননি। ছবির প্রতি একনিষ্ঠ আমির কষ্ট সহ্য করে দাঁতে দাঁত চেপে শ্যুটিং শেষ করেছেন। পেন কিলার খেয়েছেন। ছবির অন্যান্যরা যখন তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, তখন তাতেও রাজি ছিলেন না অভিনেতা। বরং, ছবিটি যাতে সঠিক সময়ে মুক্তি পায়, তার জন্য নিজের শরীরের কষ্ট সহ্য করেও শ্যুটিং করে গিয়েছেন। যদিও নানা কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে একাধিক বার। এর পিছনে বড় কারণ করোনা পরিস্থিতি।
আরও পড়ুন - Jennifer Winget: বিপাশার স্বামী কর্ণকে নিয়ে বিস্ফোরক তাঁর প্রাক্তন স্ত্রী
চলতি বছরের আইপিএলের ফাইনালের দিন মুক্তি পায় 'লাল সিং চাড্ডা'র ট্রেলার। প্রথম ঝলকেই নজর কেড়েছে আমির খানের অভিনয়। অনুরাগীরা তাই প্রতীক্ষা করে রয়েছেন এই ছবির মুক্তির জন্য। ইতিমধ্যেই ছবিটি তৈরিকে কেন্দ্র করে নানা মাইলস্টোন তৈরি করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রসঙ্গত, চলতি বছরের একেবারে শুরুতেই মুক্তি পাওয়ার কথা ছিল 'লাল সিং চাড্ডা' ছবির। যদিও তারপর বেশ কয়েকবার ছবির মুক্তি পিছিয়েছে। পরবর্তীকালে 'আমির খান প্রোডাকশনস'-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান হয় যে, সঠিক সময়ে ছবির শ্যুটিং শেষ করতে না পারার কারণেই পিছিয়ে গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমির খান এবং করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোনা সিংহ, নাগা চৈতন্য প্রমুখ অভিনেতাদের। উল্লেখ্য, এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর।