মু্ম্বই: মুম্বইয়ে তারকাখচিত দীপাবলী পার্টি দেওয়ার পর, সমস্ত শব্দ, ভিড় থেকে বহুদূরে অরুণাচল প্রদেশে প্রকৃতির মনোরম পরিবেশে ছুটি কাটাতে গেছেন স্বস্ত্রীক মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রকৃতির মনোরম পরিবেশে বসে নিজের এবং স্ত্রী কিরণের একটি সেলফি তুলে টুইটারে পোস্টও করেছেন আমির। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, 'ইন দ্য ওয়াইলডারনেস অফ অরুণাচল'।
সামনেই মুক্তি পেতে চলেছে আমিরের পরবর্তী ছবি 'দঙ্গল'। কুস্তিগীর মহাবীর সিংর ফোগটের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই বায়োপিক। এই ছবিতে কুস্তিগীরের তাঁর দুই মেয়ে গীতা এবং ববিতার সঙ্গে কেমন সম্পর্ক ছিল, তাঁর জীবন কেমন ছিল, তা দেখানো হয়েছে। ডিসেম্বরের ২৩ তারিখ পর্দায় মুক্তি পাবে এই ছবি।
অরুণাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন সস্ত্রীক আমির, দেখুন ছবিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2016 04:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -