রবি জৈন, মুম্বই: অস্কারের দৌড়ে সামিল কিরণ রাও পরিচালিত ছবি লাপাতা লেডিজ। ২০২৫-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে ছবিটি। এপ্রসঙ্গে কী বলছেন পরিচালক? 


প্রশ্ন: ২৯টি সিনেমার মধ্যে আপনার ছবি বেছে নেওয়া হয়েছে, কতটা আত্মবিশ্বাসী ছিলেন? 


উত্তর: কোনওরকম আশা আমার ছিল না। এবছর একাধিক ভাল ভাল ছবি ছিল এই তালিকায়। ব্যক্তিগতভাবে এই মনোনয়নের সম্ভাবনা একেবারেই কম বলে মনে হয়েছিল। যখন জানতে পারলাম বিবেচনার জায়গায় রয়েছে, তখন তো অবশ্যই ভাল লেগেছিল। 


প্রশ্ন: কোথা থেকে প্রথম জানতে পারলেন এই খবর?  সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কী ছিল? 


উত্তর: সেই সময় স্ক্রিপ্ট পড়ছিলাম। আমাদের পারিবারিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন প্রথম জানান। আমি আবার সেই সময় তাঁকে বললাম যে না না এরকম কোনও কিছু ঘোষণা হয়নি। ও নিজে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর আমি জানতে পারি। খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম সেসময়। তানাজি সেই সময় ছিল। পাশের বিল্ডিংয়ে আমির একটা সিনেমা দেখছিলেন। স্ক্রিনিংয়ে ইন্টারভালের মাঝে গিয়ে ওঁকে খবরটা দিই।


প্রশ্ন: আপনি যখন জানালেন আমির খানকে, তখন কী বললেন তিনি? 


উত্তর: আমির তো অভিনন্দন জানালেন। যদিও বলেননি আদৌ এটা আশা করছেন কি না। ও কিন্তু খুব খুশি ছিল। 


প্রশ্ন: সমালোচকরা এত প্রশংসার পরেও আপনার এত কম আশা ছিল, এটা কী করে সম্ভব?


উত্তর: আমি সবসময় কম আশা করি। যাতে পরে অসন্তোষ না তৈরি হয়। হয়ত মনের কোণে কোথাও একটা আশা ছিল। আমার কাছে মানুষ যে ভালবাসা পেয়েছে এটাই অনেক। তাই অস্কারের মনোনয়ন নিয়ে তেমন একটা আশা করিনি। 


প্রশ্ন: ধোবিঘাটের ১৩ বছর পর লাপাতা লেডিজ, সিনেমা তৈরির সময় মনে হয় অ্যাওয়ার্ড পেতে হবে? 


উত্তর: আমার মনে হয়, এমন কোনও ডিরেক্টর নেই যিনি অ্যাওয়ার্ডের বিষয়ে ভাবেন না। প্রত্যেকের মনে এই আশা থাকে, যেন অনেক দূরে যায় ছবি। তবে এই ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি মনোনয়ন পেয়েছে। আমি ভাল ছবি বানিয়েছি, সেই আত্মবিশ্বাস তো ছিল। সারা দুনিয়ার মানুষ দেখবে, এখন শুধু সেটা দেখা বাকি। 


প্রশ্ন: ফাইনাল লিস্টে যাওয়ার আশা কতটা? 


উত্তর: ভারত থেকে মনোনয়ন পাওয়াটাই একটা বড় পাওনা। এতে আত্মবিশ্বাস বাড়ে। আন্তর্জাতিক মঞ্চে লড়াইটা অনেক বড়। সেই লড়াইয়ের জন্য কৌশল, টাকা তো বটেই চাই এনার্জিও। চেষ্টা তো করবই। তবে পথটা কঠিন। 


প্রশ্ন: প্রচারের অভিজ্ঞতা রয়েছে আমির খানের, সেই অভিজ্ঞতা এক্ষেত্রে কতটা লাভবান হবেন? 


উত্তর: চেষ্টা তো অবশ্যই করব। আমিরের তো অভিজ্ঞতা রয়েছে। আশুও রয়েছেন। অনেকেই এই পথে ব্যর্থ হয়েছেন, তাঁদের থেকেও টিপস নেব। কীভাবে চলতে হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: আঙুলে ফিরল 'বিয়ের আংটি', অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন ঐশ্বর্যা