কানপুর: ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দীর্ঘদিন একের পর এক দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অবশেষে এই বছরের শুরুতে জাতীয় দলে নিজের অভিষেক ঘটান সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম সিরিজ়েই বেশ নজরও কেড়েছিলেন। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম চেস্টে ভারতীয় একাদশে তাঁর জায়গা হয়নি। এবার খবর অনুযায়ী দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) আগে তাঁকে নাকি জাতীয় দল থেকেই ছেড়ে দেওয়া হবে।


ভারতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম পাঁচ ইনিংসে ডান হাতি মিডল অর্ডার ব্যাটার তিনটি অর্ধশতরান করেছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সরফরাজের বদলে কেএল রাহুলকেই মিডল অর্ডারে সুযোগ দেওয়া হয়েছিল। সরফরাজের অভিষেকের সময় রাহুল ছিলেন না, ছিলেন না বিরাট কোহলিও। কিন্তু তথাকথিত বড় তারকাদের প্রত্যাবর্তনেই সরফরাজের দল থেকে বাদ পড়েন। রাহুল দুই ইনিংসেই খুব বেশি রান পাননি। তবে যা শোনা যাচ্ছে তাতে রাহুলকে আরও একটি সুযোগ দিতে আগ্রহী অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর।


একাদশে সুযোগ পাবেন না, তাই শুধু শুধু বেঞ্চে বসিয়ে রাখার মানা নেই। সম্ভবত এই চিন্তাভাবনা থেকেই সরফরাজকে কানপুরে আয়োজিত দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিটিআইয়ের এক রিপোর্টে দাবি করা হয় সরফরাজকে টিম ইন্ডিয়া ছেড়ে দেবে যাতে তিনি ইরানি ট্রফিতে অংশগ্রহণ করতে পারেন। ১ অক্টোবর থেকে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে ইরানি কাপ খেলতে নামবে গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। সেই ম্যাচেই মুম্বইয়ের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে সরফরাজকে।


বিসিসিআইয়ের তরফে এক আধিকারিক পিটিআইকে বলেন, 'সরফরাজ গোটা স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। ধ্রুব জুরেল একজন কিপার-ব্যাটার এবং অক্ষর পটেল অলরাউন্ডার। সেক্ষেত্রে কনকাশান সাবস্টিটিউটের প্রয়োজন হলে কী হবে? তবে হ্যাঁ, ১ অক্টোবরে ইরানি কাপ শুরু হবে। আর যদি ৩০ তারিখও আগেভাগে ম্যাচ শেষ হয়, তাহলেও সরফরাজের কানপুর থেকে লখনউয়ে উড়ে যেতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়।'


মুম্বইয়ের তরফে সরফরাজকে ছাড়ার জন্য এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও অনুরোধ করার কথা অন্তত প্রকাশ্যে জানানো হয়নি। তবে বুধবার, ২৫ সেপ্টেম্বর রেকর্ড রঞ্জি চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করার কথা। সেই ঘোষণার পরেই সরফরাজের ভবিষ্যৎ জানা যাবে।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের 'কোহিনূর' বুমরাই সবথেকে ফিট ক্রিকেটার! যশপ্রীতের দাবি নিয়ে মুখ খুললেন অশ্বিন