বলুন তো ইনি কে? আমির খান!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2017 01:57 PM (IST)
মুম্বই: থ্রি ইডিয়টসের সদ্য তরুণ বা দঙ্গলের মধ্যবয়স্ক কুস্তিগীর বাবা- আমির খান সব ভূমিকাতেই মিস্টার পারফেকশনিস্ট। আর এবার মাল্টি স্টারার ছবি ঠগস অফ হিন্দোস্তানে পুরোপুরি বদলে গিয়েছে আমিরের লুক। ফিল্মের সেটে ঘুরে বেড়ানো উলোঝুলো পোশাক পরা এই ভবঘুরেকে দেখে কেউ বলবে, ইনিই আমির! শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের এই ছবিতে জলদস্যুর ভূমিকায় অভিনয় করছেন আমির, জনি ডেপের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ধাঁচে। মাল্টায় সমুদ্রে নাকি শ্যুটিংও হয়েছে কিছুটা। আমির ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। আছেন দঙ্গলে আমিরের মেয়ে সাজা ফতিমা সানা শেখও। আগামী বছর ৭ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।