নয়াদিল্লি: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। বড়পর্দায় হাজির হওয়ার পর দর্শকদের একাংশ যেমন এই ছবি পছন্দ করেছেন তেমন সমালোচকদের অধিকাংশই এই ছবির বিপক্ষে মুখ খুলেছেন। এর 'হিংস্র' (violence) ও বিতর্কিত টপিক নিয়ে বিরোধিতা করেছেন তাঁরা। আর এই আবহে ভাইরাল হয়েছে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের একটি পুরনো সাক্ষাৎকার। কী বলেছিলেন তিনি সেই সাক্ষাৎকারে? এই সময়ে কেনই বা ভাইরাল হল ওই সাক্ষাৎকার?


'অ্যানিম্যাল' ছবি নিয়ে বিতর্ক, সেই আবহে ভাইরাল আমির খানের পুরনো সাক্ষাৎকার


'অ্যানিম্যাল' ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শক মহলে। যাঁরা এই ছবির সমালোচনা করেছেন তাঁদের বক্তব্য, এই ছবি পিতৃতন্ত্রের চোখরাঙানিতে পরিপূর্ণ, যেখানে 'আলফা মেল'-এর স্তুতি করা হয়েছে, মহিলাদের 'প্রপ' বা 'খেলনা' হিসেবে দেখানো হয়েছে। সেই সঙ্গে হিংসা, হানাহানি, মারপিট তো আছেই। এই একই ধরনের প্রসঙ্গ উঠে আসে আমির খানের পুরনো এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলছিলেন, কীভাবে পরিচালকেরা প্রায়ই যৌনতা (sex) ও হিংসাকে ছবিতে ব্যবহার করেন কারণ তাতে বেশি পরিমাণ দর্শককে 'উস্কানো' ও আকর্ষণ করা যায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি মুক্তি পেতে ফের ভাইরাল সেই সাক্ষাৎকারের ক্লিপিং। 


আমির খানের পুরনো এই ভিডিও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'রেডিট'-এ শেয়ার করা হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'কিছু কিছু আবেগ আছে যেগুলো দর্শককে উত্তেজিত করার জন্য সহজে ব্যবহৃত হয়। যেমন যৌনতা ও হিংসা এর উৎকৃষ্ট উদাহরণ। এই দুই আবেগ সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য সবচেয়ে সহজ অস্ত্র। যে সমস্ত পরিচালকেরা গল্প তৈরি করতে, আবেগ ফুটিয়ে তুলতে বা পরিস্থিতি তৈরি করতে তেমন পারদর্শী হন না, তাঁর যৌনতা ও ভায়োলেন্সের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করেন যাতে তাঁদের সিনেমা ভাল ব্যবসা করতে পারে।'


একইসঙ্গে এই ধরনের ছবি বা বিষয়ের ফলে তা কী কী ধরনের প্রভাব ফেলতে পারে দর্শকের ওপর বা যুবসমাজের মস্তিষ্কে সেই নিয়েও কথা বলেন তিনি। অভিনেতার কথায়, 'ওঁরা মনে করেন যে যদি ছবিতে প্রচুর মারপিট ও যৌনতা ঢুকিয়ে দিই তাহলে সেই ছবি সফল হবে। আমি মনে করি এমন চিন্তাধারা ভুল। এই ধরনের ছবি সেই সময়ে সাফল্য লাভের সম্ভাবনা রাখলেও সমাজের প্রবলভাবে ক্ষতি করে।'


আরও পড়ুন: Anirban-Sohini-Arna: শেক্সপিয়ারের গল্প অবলম্বনে 'অথৈ' এবার পর্দায়, মুখ্যচরিত্রে অর্ণ-সোহিনী, নেতিবাচক ভূমিকায় অনির্বাণ


'অ্যানিম্যাল' ছবিটি নিয়ে তর্কবিতর্ক চলছে বিস্তর। সৌজন্যে এর বিতর্কিত গল্প ও 'আলফা মেল'-এর জয়গান। তবে এত নেতিবাচক রিভিউ সত্ত্বেও এই ছবি বক্স অফিসে দুরন্ত সাফল্য লাভ করে চলেছে। রণবীর কপূর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, অনিল কপূর, ববি দেওল প্রমুখ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y