মুম্বই: বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এবং তারকা অভিনেতা আমির খান এবং রণবীর সিংহকে আয় সংক্রান্ত নথি জানাতে বলল আবগারি ও শুল্ক দফতর।
সূত্রের খবর, এই দুই অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছে, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এবং সলমন খান ফিল্মস থেকে কত টাকা আয় করেছেন তাঁরা। অন্যদিকে তারা আমির-রণবীরকে কত টাকা পারিশ্রমিক দিয়েছে, সেই সংক্রান্ত নথি প্রকাশ করতে বলা হয়েছে ওই দুই সংস্থাকে। সমাজের যেসব উচ্চপ্রতিষ্ঠিত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে বহু টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে, এবার তাদের দিকে নজর দিয়েছে আয়কর দফতর। সেই সূত্রেই তাদের নজরদারির আওতায় চলে এসেছেন বলিউডের নামী ব্যক্তিত্ব, সংস্থারা।
গত কয়েক বছরে এই প্রযোজনা থেকে মুক্তি পেয়েছে বক্স অফিসের বেশ কয়েকটি সুপারহিট ছবি। ‘এক থা টাইগার’, ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘বাজিরাও মস্তানি’, ‘বজরঙ্গী ভাইজান’ এবং ‘সুলতান’-এর মতো ছবিগুলো থেকে কোটি কোটি টাকা ব্যবসা করেছে বক্স অফিস, প্রযোজনা সংস্থা এবং ছবির তারকা-অভিনেতারা।
সোমবারই আয়কর দফতর বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নোটিস পাঠিয়ে দেশের বাইরে নানা সংস্থায় তাঁর লগ্নি সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে নির্দেশ দেয়। শাহরুখ বার্মুডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপ এবং দুবাইয়ে বিভিন্ন খাতে বহু টাকা লগ্নি করেছেন বলে জানা গিয়েছে।
আমির, রণবীর, যশরাজ ফিল্মসকে আয় সংক্রান্ত নথি জানাতে নির্দেশ আবগারি ও শুল্ক দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2016 07:44 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -