সোনিপত: যোগ্যতা অর্জন করার পরেও ডোপিংয়ের অভিযোগে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন কুস্তিগির নরসিংহ যাদব। কোচ জগমল সিংহ এবং সিনিয়র সতীর্থরা তাঁকে নিরস্ত করেন। হরিয়ানার বহলগড়ে সাই কেন্দ্রে অনুশীলন করা ক্রীড়াবিদরা এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়াবিদ বলেছেন, ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার কথা জানতে পেরেই হতাশায় ভেঙে পড়েন নরসিংহ। তাঁর সম্মানবোধ প্রবল। দেশ ও পরিবারের সম্মান বাড়ানোর জন্যই অলিম্পিকে যেতে চেয়েছিলেন তিনি। এতদিন ধরে যত সাফল্য পেয়েছেন, তার কোনওটিই ডোপ করে নয়। তার জন্য গর্বিত নরসিংহ। তিনি ডোপিং করতে পারেন না। সেই কারণেই এই অভিযোগ ওঠায় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

 

ওই ক্রীড়াবিদের মতোই জগমলও তাঁর ছাত্রের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ মানতে রাজি নন। তাঁর দাবি, নরসিংহের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এর ফলে শুধু এই কুস্তিগিরেরই ক্ষতি করা হচ্ছে না, খেলা এবং দেশের ক্ষতি হচ্ছে।

 

হরিয়ানার সাই কেন্দ্রের এক আধিকারিক বলেছেন, অলিম্পিকের প্রস্তুতির জন্য নরসিংহকে মুম্বইয়ের সাই কেন্দ্রে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হরিয়ানাতেই থাকতে চেয়েছিলেন। এখানে কোনওরকম চক্রান্তের আশঙ্কা তাঁর ছিল না। হরিয়ানা সাই কেন্দ্রে যাঁরা নরসিংহকে দেখেছেন, তাঁরা কেউই ডোপিংয়ের অভিযোগ মানতে নারাজ। তাঁদের প্রত্যেকেরই বিশ্বাস, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে নরসিংহকে। এই ঘটনার তদন্ত হওয়া উচিত।