মুম্বই: আজ জন্মদিন দেশের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। সিনেপ্রেমীরা আজও তাঁর অকালে চলে যাওয়াকে মন থেকে বিশ্বাস করতে পারেননি।
তাই জন্মদিনে প্রয়াত অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী।পাশাপাশি, বহু ছবিতে অভিনয়ের সুযোগ অবলীলায় ছেড়ে দিয়েছেন শুধুমাত্র চরিত্রে তাঁর তেমন বিশেষ কিছু করার জায়গা না থাকার জন্য।
নয়ের দশকে একবার শ্রীদেবীর সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল আমির খানের। শ্রীদেবীর সঙ্গে ছবির জন্য ফোটোশ্যুটও করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত আমির। কিন্তু তারপর অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হননি আমির খান।
শোনা যায়, শ্রীদেবীর সঙ্গে একটি ছবিতে কাস্ট করা হয়েছিল আমির খানকে। ছবির প্রয়োজনে ফোটোশ্যুটও হয় দুজনের কিন্তু ছবির শ্যুটিং শুরু হওয়ার আগেই বেঁকে বসেন আমির খান।
তিনি জানিয়ে দেন যে, তাঁর মনে হচ্ছে শ্রীদেবীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের পছন্দ হবে না। অভিনেতার বক্তব্য ছিল, শ্রীদেবীকে তাঁর থেকে বেশি বয়সের নায়িকা মনে হতে পারে দর্শকদের। তাই এই জুটিতে তিনি কাজ করতে চান না। বরং, ক্যায়ামত সে ক্যায়ামত তক ছবির নায়িকা জুহি চাওলার মতো নতুন নায়িকাদের বিপরীতে অভিনয় করতে চান তিনি। পরবর্তীকালে জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, করিশ্মা কপূর, রবিনা টন্ডনের মতো নতুন নায়িকাদের সঙ্গে কাজও করেন আমির খান।
প্রসঙ্গত, একটি সাক্ষাৎকারে বনি কপূর জানিয়েছিলেন যে, দুবাইয়ে ফিরে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে গল্প করেন শ্রীদেবী। এরপর তাঁরা রাতে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করেন। ডিনারে যাওয়ার আগে শ্রীদেবী স্নান করতে যান। দেরি হতে থাকায় ১৫ থেকে ২০ মিনিট পর বনি কপূর শ্রীদেবীকে ডাকেন। কিন্তু তাঁর কোনও সাড়া পাওয়া যায় না। এরপর আরও কয়েকবার ডেকেও সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে শ্রীদেবীকে বাথটবে পান তিনি।
চিকিৎসকরা শ্রীদেবীকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা সঞ্জয় কপূর জানিয়েছিলেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও পরবর্তীকালে অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে তদন্তও হয়। এবং দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।