লর্ডস: প্রথম দিনে রাহুলের শতরানে চালকের আসনে ছিল ভারত। দ্বিতীয় দিনে আশা করা গিয়েছিল যে চারশো পার করে যাবে ভারতের ইনিংস। কিন্তু ইংল্যান্ডের পেস বোলারদের দুরন্ত পারফরম্যান্স ও ভারতের মিডল অর্ডারের ভাঙন তা হতে দিল না। ৩৬৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।


প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ফের ব্যর্থ হলেন রাহানে। মাত্র ১ রান করেই লর্ডসে প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। এদিন খেলার শুরুতে মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। ১২৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন ড্রেসিংরুম ফিরেছিলেন। এদিন আর ২ রান যোগ করে ১২৯ রান করে ওলি রবিনসনের বলে সিবলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। এরপর থেকেই উইকেট হারাতে থাকে ভারত। রাহানে ফেরার পর অবশ্য একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন জাদেজা ও পন্থ। ভারতের বাঁহাতি অলরাউন্ডার ৪০ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে। পন্থ ৩৭ রান করেন। মূলত ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৩৫০ এর গণ্ডি পেরিয়ে যায় ভারতের ইনিংস।


এঁরা দুজন আউট হওয়ার পর আর কেউই ইনিংসের হাল ধরতে পারেননি। শামি, ইশান্ত, বুমরা, সিরাজ দ্রুত ফিরে যান। ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বাধিক ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ২টি করে উইকেট নেন রবিনসন ও উড। ১ উইকেট নেন মঈন আলি। 


লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মনে করা হয়েছিল, মেঘলা আবহাওয়ায় ইংরেজ বোলারদের স্যুইং বিপদে ফেলবে ভারতীয় ব্যাটিংকে। কিন্তু আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ হয়েছিলেন জো রুটের বোলাররা। আর সেই সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করেছিলেন প্রথমে রোহিত শর্মা ও পরে কে এল রাহুল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের সামনেই রোহিত-রাহুলের ব্যাট থেকে এল স্মরণীয় ইনিংস। রাহুল শতরান করলেও, যদিও ৮৩ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে।