নয়াদিল্লি: নাম যখন আমির খান (Aamir Khan), তখন 'থোড়া হঠকে' তো কিছু হবেই। আলাদা ধরনের সিনেমা হতে পারে, আলাদা ধরনের চরিত্র হতে পারে বা ছবির প্রচারে ভিন্ন ধারার অবলম্বন। এবং সবকিছুই হবে পারফেক্ট। আপাতত তিনি ব্যস্ত 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) ছবির প্রচারে।
'লাল সিং চাড্ডা'র প্রচারে চমক
মুক্তির অপেক্ষায় আমির খান ও করিনা কপূর খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। চলছে প্রচার পর্ব। কিন্তু এখনও পর্যন্ত ছবির ট্রেলারই মুক্তি পায়নি। আর সেই অনুষ্ঠান নিয়েই বড় ভাবনা রয়েছে 'মিস্টার পারফেকশনিস্ট'-এর।
আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। কোথায়? ক্রিকেট ও সিনেমা প্রেমীদের সারপ্রাইজ দিয়ে আইপিএলের ফাইনালের (IPL Finale) দিনে সেখানেই মুক্তি পাবে ছবির ট্রেলার (Trailer launch)।
ঘনিষ্ঠ সূত্রে খবর, 'আমির খানের কথা হলে তো এমন কিছু হতেই হবে যা আগে কখনও হয়নি বা শোনা যায়নি। ২৯ মে মুক্তি পাচ্ছে 'লাল সিং চাড্ডা'র ট্রেলার, আইপিএলের ফিনালেতে। আইপিএল উৎসাহকে কাজে লাগিয়ে, আমির খান অভিনীত ছবির নির্মাতারা সচেতনভাবে তাঁদের ছবির ট্রেলার লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছেন, যা সিনেমা এবং ক্রিকেটের ভক্তদের অবাক করে দিয়েছে।'
এক সূত্রের মতে, 'মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের ইতিহাসে এই প্রথমবার কোনও ক্রিকেট সেরিমনিতে এমন প্রচার দেখতে পাওয়া যাবে। ওদিন দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় স্টার স্পোর্টস থেকে এই ট্রেলার লাইভ দেখানো হবে টেলিভিশনে।'
বলাই বাহুল্য, তাঁর ছবির জন্য এটা বেশ ভেবেচিন্তে নেওয়া পদক্ষেপ। গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে নতুন গানে আপ্লুত নেট নাগরিকরা।
আরও পড়ুন: International Tea Day: 'বিশ্ব চা দিবস'-এ অসমের চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আর্জি টেলিভিশন তারকাদের