সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুর-পারিষদের বৈঠকে অনুপস্থিত খোদ ভাইস চেয়ারম্যান-সহ তিন সদস্য। তৃণমূল (TMC) পরিচালিত অশোকনগর-কল্যাণগড় (Ashoknagar) পুরসভার পুর-পারিষদের বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা। আইনি জটিলতা থাকায় সভা এড়িয়েছি, দাবি ভাইস চেয়ারম্যানের (North 24 Parganas News)। 


ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলে


চেয়ারম্যানের নেতৃত্বে পুর পারিষদের বৈঠকে হাজির হলেন না খোদ ভাইস চেয়ারম্যান। অনুপস্থিত ছিলেন আরও এক সদস্য। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ঘটনা। 


পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তিন সদস্যকে নিয়ে পুর-পারিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকে যোগ দেন চেয়ারম্যান প্রবোধ সরকার এবং দুই সিআইসি সদস্য সমীর দত্ত ও শ্রীকান্ত চৌধুরী।  গরহাজির ছিলেন ভাইস চেয়ারম্যান ধীমান রায় ও সিআইসি সদস্য কৃষ্ণা চক্রবর্তী। 


বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভাইস চেয়ারম্যানের দাবি, আইনি জটিলতায় জড়াবেন না বলেই বৈঠক এড়িয়েছেন। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায় বলেন, "আইনি জটিলতা ছিল। তা ছাড়া আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।"


আরও পড়ুন: Chandranath Sinha: 'পদস্খলন হয়েছে কিছু নেতার, চুরি করছেন দু'-একজন', 'স্বীকারোক্তি' মন্ত্রী চন্দ্রনাথের


অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, "কৃষ্ণা চক্রবর্তীর মা অসুস্থ। সমীর দত্ত সেদিন দেরিতে হলেও এসেছিলেন। তবে এ নিয়ে চিন্তিত নই...পুরসভার উন্নয়নে কোনও বাধা হচ্ছে না।"


তৃণমূল পরিচালিত অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুর-পারিষদের বৈঠকে অনুপস্থিতি-বিতর্ক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। শাসকদলকে একযোগে কটাক্ষ করেছে বাম-বিজেপি। 


অশোকনগরে সিপিএম এরিয়া কমিটির সদস্য আকাশ করের কথায়, "রিগিং বুথ জ্যাম করে বোর্ড দখল করেছে তৃণমূল। মানুষ পরিষেবা পাওয়ার জন্য হাপিত্যেশ করছে। ওরা নিজেদের অন্তর্কলহ নিয়ে ব্যস্ত।"


কটাক্ষ করেছে  বিরোধীরা


অশোকনগরে বিজেপি-র মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে বলেন, "শুধু অশোকনগর নয় রাজ্য জুড়ে তৃণমূলের কোন্দলে মানুষ পরিষেবা পাচ্ছে না।" অস্বস্তি ঢাকতে আসরে নেমেছেন খোদ বনমন্ত্রী। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সবাইকে নিয়ে আলোচনায় বসব।" যদিও অশোকনগর-কল্যাণগড় পুরসভায় পুর-পারিষদের বৈঠক ঘিরে রাজনৈতিক বিতর্ক তাতেও থামছে না।