কলকাতা:  আমির খানের ছবি মানেই অনুরাগীদের উত্তেজনার পারদ উর্দ্ধমুখী। বলিউডসূত্রের খবর, ২০২৪ অর্থাৎ আগামীবছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে মিস্টার পারফেক্টশানিস্টের নতুন ছবি। ইতিমধ্য়েই এই তারিখটি লকও করা হয়ে গিয়েছে। অন্য়দিকে, ওই একই সময়ে 'ওয়েলকাম ৩' নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাই তারকা খচিত দুই বিগ বাজেট ছবির মধ্য়ে যে জোর টক্কর হতে চলেছে একথা বলাই যায়।


উল্লেখ্য়,  ২০২৪-এর জানুয়ারীতেই শুরু হবে আমির খানের ছবির শ্যুটিং। তবে এই ছবির নাম কী হবে তা এখনও ঠিক করা হয়নি। আপাতত মিস্টার পারফেক্টশানিস্ট ব্যস্ত স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক তৈরি করতে। অন্য়দিকে, জানা গেছে যে, উজ্জ্বল নিকামের বায়োপিক প্রযোজনার জন্য তিনি ম্যাডক ফিল্মসের দিনেশ ভিজানের সঙ্গে হাত মেলাচ্ছেন।


এর পাশাপাশি, ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ।  এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। ছুটির সময়ে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছেন নির্মাতারা। উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ওয়েলকাম' মুক্তি পেয়েছিল ২০০৭ সালের বড়দিনেই। 


আরও পড়ুন...


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়


ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। ইতিমধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার  (Firoz Nadiadwala) এই প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। 


সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial