নয়াদিল্লি: আমির খান (Aamir Khan)। বলা হয় তিনি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' (Mr Perfectionist)। তবে সম্প্রতি আমির নাকি বলেছেন যে তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন। সম্প্রতি আমির খান প্রযোজিত ও কিরণ রাও (Kiran Rao) পরিচালিত 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় সুপ্রিম কোর্টে। সেখানেই অবসর (retirement) গ্রহণের ভাবনা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
অবসর গ্রহণের কথা ভাবছেন আমির? কী বললেন আমির?
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বিশেষ প্রশংসিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর প্রবল প্রশংসা পায় 'লাপতা লেডিজ'। সুপ্রিম কোর্টে সম্প্রতি এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সেখানেই অভিনেতা জানান যে করোনা অতিমারীর সময় তিনি মনে করেছিলেন যে আর মাত্র ১৫ বছর তাঁর পেশার আয়ু।
আমির খান বলেন, 'আমি স্যারকে (ভারতের প্রধান বিচারপতি) বলছিলাম যে কোভিডের সময়, যখন আমার ৫৬ বছর বয়স, আমার মনে হয়েছিল যে এটা আমার কর্মজীবনের শেষ পর্যায়, আমি হয়তো আর ১৫ বছর কাজ করব। আমি সক্রিয়ভাবে ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারি, এবং তারপর কী হবে কে জানে। আমি যা যা শিখেছি, তা আমি ফেরত দিতে চেয়েছিলাম কারণ এই ইন্ডাস্ট্রি, এই সমাজ, এই দেশ আমাকে প্রচুর দিয়েছে। আমি ভেবেছিলাম বছরে হয়তো একটা করে সিনেমা করতে পারব কিন্তু প্রযোজক হিসেবে আমি একাধিক গল্পকে সাহায্য করতে পারি যেগুলো আমি গভীরভাবে অনুভব করি।'
'লাপতা লেডিজ' প্রদর্শনের পর অভিনেতা-প্রযোজক আমির খান ও ছবির পরিচালক, আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও, দু'জনেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে কথোপকথনে বসেন। পরে এই বিশেষ দিনের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন কিরণ। ধন্যবাদজ্ঞাপন করেন ক্যাপশনে।
আমির খানকে শেষ দেখা গিয়েছিল 'সলাম ভেঙ্কি' ছবিতে ক্যামিও চরিত্রে। তাঁর হাতে রয়েছে 'সিতারে জমিন পর' ছবির কাজ, যেখানে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজাকেও। অন্যদিকে, 'ধোবি ঘাট' ছবির পর 'লাপতা লেডিজ' দ্বিতীয় পরিচালনা কিরণের। সম্প্রতি ফে ডি'সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালিকা কিরণ রাও স্বীকার করে নেন যে তাঁর দ্বিতীয় ছবি 'লাপতা লেডিজ' বক্স অফিসে অসফল হয়েছে।
আরও পড়ুন: Shah Rukh Khan: লোকার্নোর রেড কার্পেটে বৃদ্ধকে 'ধাক্কা' শাহরুখের, ভিডিও ভাইরাল হতেই সমালোচনা!
তাঁর কথায়, 'একরকমভাবে, এই দুই ছবিই ('ধোবি ঘাট' ও 'লাপতা লেডিজ') বক্স অফিসে দারুণ ব্যবসা করেনি। 'ধোবি ঘাট' যদিও সেই সময় হিসেবে ভাল ব্যবসা করেছিল। ১০ থেকে ১৫ বছর পর, 'লাপতা লেডিজ' কিন্তু 'ধোবি ঘাট' ছবির থেকে খুব বেশি কিছু করতে পারেনি। ফলে, বলা চলে, যে আমি ব্যর্থ বলে মনে করি। বক্স অফিসের হিসেবে আমরা সফল নই। প্রচলিত নিয়মে, আমরা হাজার কোটি টাকার ব্যবসা করিনি, এমনকী ৩০, ৪০ বা ৫০ কোটিও না। এটাকে ব্যর্থতাই বলা চলে। এর জন্য আমি নিজেকেই দায়ী করি। 'ধোবি ঘাট' ছবির সময় এটা আরও বেশি করে মনে হত কারণ তখন বিকল্প আর কোনও মাধ্যম ছিল না, ওটিটি ছিল না সেই সময়। ফলে খুব বেশি দর্শকের কাছে পৌঁছয়নি।' উল্লেখ্য ওটিটিতে মুক্তিপ পর 'লাপতা লেডিজ' দারুণ সাফল্য লাভ করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।