SEBI Chairperson: ২০২৩ সালে আদানির বিরুদ্ধে আর্থিক তছরূপের দাবি তুলেছিল মার্কিন দুনিয়ার শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ। এবার ফের নতুন করে আরও একটি দাবি তুলল হিন্ডেনবার্গ যেখানে আদানি-কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন (SEBI Chairperson) মাধবী পুরি বুচের আর তা নিয়েই এখন গোটা দেশ উত্তাল। শনিবার এই রিপোর্ট (Hindenburg Research) প্রকাশ পেতেই সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচের বিরুদ্ধে নানারকম গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। হিন্ডেনবার্গের দাবি আদানির অফশোর ফান্ডে মাধবী পুরি বুচ (Madhabi Puri Buch) ও তাঁর স্বামীর প্রত্যক্ষ স্টেক ছিল। এবারে মুখ খুলেছেন মাধবী বুচ স্বয়ং। হিন্ডেনবার্গের এই দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি এই দাবিকে তাঁর 'চরিত্রহননের চেষ্টা' বলে উল্লেখ করেন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে।


মিথ্যা অভিযোগ আনা হয়েছে


সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ রবিবার সকালে অর্থাৎ ১১ অগাস্ট যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। সেই বিবৃতিতে তিনি জানান যে, হিন্ডেনবার্গ রিপোর্টে আনা অভিযোগকে তারা সম্পূর্ণরূপে নস্যাৎ করছেন এবং সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন। এই দাবিতে কোনো সত্যতা নেই। তারা স্পষ্টই জানান যে তাদের জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বইয়ের পাতার মত উন্মুক্ত এবং গোপনীয়তাহীন। সেবির কাছে বহু বছর ধরেই আমাদের অর্থনৈতিক কাজকর্মের সব তথ্য রয়েছে।


সমস্ত আর্থিক নথি প্রকাশ্যে আনা হবে


সেবি চেয়ারপার্সন এবং তাঁর স্বামী এরপরে জানান যে আমাদের যদি বলা হয় দুজনের সমস্ত আর্থিক নথিপত্র প্রকাশ্যে আনতে, তাতেও আমাদের কোনও অসুবিধে হবে না। আমরা আমাদের ব্যক্তিগত সমস্ত আর্থিক নথিও প্রকাশ্যে আনতে পারি, যে কোনও কর্তৃপক্ষকে এই নথি জমা দিতে পারি আমরা।


বিস্তারিত বিবৃতি পরে দেওয়া হবে


সেবির চেয়ারপার্সন এই হিন্ডেনবার্গের অভিযোগকে দুর্ভাগ্যজনক বলেছেন এবং তিনি এও উল্লেখ করেছেন যে এই অভিযোগ আসলে সেবির চেয়ারপার্সনের চরিত্রহননের চেষ্টা। শীঘ্রই এই বিষয়ে একটি বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মাধবী পুরি বুচ।


কী দাবি করা হয়েছে হিন্ডেনবার্গ রিপোর্টে


দেড় বছর আগে প্রথম শিরোনামে উঠে এসেছিল এই হিন্ডেনবার্গের রিসার্চ যেখানে আদাবি গ্রুপের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছিল সংস্থা। এই সময় শনিবার সকালে ১০ অগাস্ট নিজেদের সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে হিন্ডেনবার্গ জানায় যে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। আর তারপরেই শনিবার সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ পায় যেখানে বলা হয় যে আদানি গ্রুপের বিরুদ্ধে সেবি ঠিকমত তদন্ত করছে না কারণ আদানির অফশোর ফান্ডে সেবির চেয়ারম্যান মাধবী পুরি বুচ ও তাঁর স্বামী ধবল বুচের প্রত্যক্ষ স্টেক রয়েছে।



আরও পড়ুন: Hindenburg Research: কথামতোই 'পর্দাফাঁস', 'আদানি অফশোর ফান্ডে স্টেক Sebi চেয়ারপার্সন ও তাঁর স্বামীর'; চাঞ্চল্যকর দাবি Hindenburg Research-এর