বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন
এভাবে চললে ৩০০ কোটির ক্লাবে ঢোকা চতুর্থ ছবি হবে ‘দঙ্গল’। ‘পিকে’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’-ই শুধু এই ক্লাবে ঢুকেছে। আমির খানেরই ‘পিকে’ বলিউডের এখনও পর্যন্ত সেরা হিট।
নোটবাতিলের জেরে ‘রক অন টু’, ‘কাহানি টু’ ও ‘ডিয়ার জিন্দেগি’ বক্স অফিসে তেমন চলেনি। কিন্তু সব অসুবিধে কুস্তির ম্যাটে আছড়ে ফেলে এগিয়ে চলেছে ‘দঙ্গল’।