নয়াদিল্লি: নতুন ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আমির খানের মেয়ে ইরা খান। আর সঙ্গে সঙ্গেই সেই ছবি নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।ফটোশ্যুটে এই তারকা-কন্যার পরনে ছিল লাল ক্রপ টপ ও ডেনিম শর্টস। হাতে একটা ব্যাগ। ২১ বছরের ইরার চুলে অনেকগুলি বিনুনী দেখা গিয়েছে। ক্যামেরার দিকে যথেষ্ট আত্মবিশ্বাস ও সাবলীলভাবে পোজ দিয়েছেন ইরা।




ইরার পাশেই দেখা গিয়েছে অন্য এক মডেলকে। ছবির ক্যাপশনে ইরা লিখেছেন-'হু আর ইউ?'
ইরা সম্প্রতি মিউজিশিয়ান মিশাল কৃপালনীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন। বয়ফ্রেন্ডের সঙ্গে একটি ভিডিও-ও পোস্ট করেছিলেন তিনি।

কফি উইথ কর্ণ-তে আমির জানিয়েছিলেন, বলিউড জগতে আসার ব্যাপারে আগ্রহী ইরা। আমির বলেছিলেন, ওর মনে কী আছে, সে বিষয়ে আমি নিশ্চিত নয়ই। তবে মনে হয়, ও সিনেমা জগত ও সিনেমা নির্মাণের বিষয়টি পছন্দ করে। তাই ও হয়ত সিনেমা জগতে আসতে পারে।
ইরা আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তর ছোট মেয়ে। তাঁর দাদা জুনেদ খান।
সংবাদমাধ্যম থেকে দূরে থাকলেও ইরা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। তাঁর ফলোয়ার সংখ্যা ৭৮ হাজারের বেশি।