জোহানেসবার্গ: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-র পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর কেরিয়ার দীর্ঘস্থায়ী করতেই তিনি এই সিদ্ধান্ত নিলেন। সিএসএ একইসঙ্গে জানিয়ে দিয়েছে যে, ৩৬ বছরের এই ক্রিকেটার ২০১৯-২০ তে জাতীয় চুক্তির মধ্যেই থাকছেন। একদিনের ম্যাচ ও টি ২০ দলে তাঁকে পাওয়া যাবে।
স্টেইন বলেছেন, ক্রিকেটের যে ফর্ম্যাট আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম সেই ফর্ম্যাট থেকেই সরে দাঁড়ালাম। আমার মতে, ক্রিকেটের সবচেয়ে সেরা সংস্করণ টেস্ট ক্রিকেট। টেস্টে ক্রিকেটারদের মানসিক, শারীরিক আবেগসংক্রান্ত সক্ষমতার পরীক্ষা দিতে হয়। টেস্ট ক্রিকেট আর খেলতে পারব না, এটা খুবই দুঃখের ব্যাপার। কিন্তু একেবারেই ক্রিকেট খেলতে পারব না, এই চিন্তা আরও দুঃসহ। তাই আমি কেরিয়ারের বাকি দিনগুলিতে একদিনের ক্রিকেট ও টি ২০ তে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। কেরিয়ারের মেয়াদ বাড়াতেই এই সিদ্ধান্ত।
২০০৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল স্টেইনের। ৯৩ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৩৯। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্টেইন। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি তাঁর কেরিয়ারের শেষ টেস্ট খেলেছেন।