মুম্বই: বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিশাল কৃপলানীর সঙ্গে তাঁর সম্পর্কের খবরে সিলমোহর দিয়েছেন।এবার সোশ্যাল মিডিয়াতেই ইরা ও মিশালের একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ইরা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি শুধু তোমার সঙ্গে ডান্স করতে চাই..। ভিডিওতে ইরা ও মিশালকে নৃত্যরত অবস্থায় দেখা গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে ইংরেজি গান আই ওয়ানা ডান্স উইথ ইউ শোনা গিয়েছে। বয়ফ্রেন্ড মিশালের সঙ্গে এ ধরনের ভিডিও ইরা এই প্রথম শেয়ার করলেন না। এর আগেও দুজনের ছবি ও ভিডিও সামনে এসেছে। সম্প্রতি ইরা মিশালের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।এর জবাব একটি ছবি পোস্ট করে দেন ইরা। ছবিতে ইরার সঙ্গে দেখা যায় মিশালকে। আর ছবি তিনি মিশালকে ট্যাগও করেন। মিশালও ইরার সঙ্গে তাঁর ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।