লন্ডন: শনিবার প্রতিবেশী রাষ্ট্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। মাঠে ওই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, কিন্তু তার পরে জীবনের ম্যাচে নতুন মুকুট জুড়তে চলেছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের। সম্ভবত, পরের দিনই, অর্থাৎ রবিবার, তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ওয়ার্নার-পত্নী ক্যান্ডিস।
ইতিমধ্যেই আইভি মায়ে ও ইন্দি রায়ে--দুই কন্যার বাবা ওয়ার্নার। শনিবারের ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি পাচ্ছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-দম্পতি স্থির করেছেন, সেটিই হবে প্রসব করানোর সেরা সময়।
গত বছর খুব একটা ভাল সময় যায়নি ওয়ার্নার-দম্পতির। একদিকে বল-বিকৃতি বিতর্কের জেরে যখন নির্বাসনে ছিলেন ওয়ার্নার, সেই সময় দু-দুবার গর্ভপাত হয় ক্যান্ডিসের। তাই এবার, স্বামীর বিশ্বকাপের সময়ে তিনি যাতে চিন্তা না করেন, তার জন্য চলতি মাসের গোড়ায় ইংল্যান্ডে চলে আসেন ক্যান্ডিস। কারণ, তারপর তাঁর পক্ষে বিমানে করে এতটা সফর করা সম্ভব ছিল না।
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, লন্ডনের একটি হাসপাতালেই প্রসব করাবেন ক্যান্ডিস। এর জন্য ওয়ার্নার থাকবেন লন্ডনে, স্ত্রীর কাছে। পরে, প্রোটিয়া ম্যাচের আগে তিনি দলের সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেবেন। চলতি প্রতিযোগিতার এখনও পর্যন্ত সর্বাধিক রানের মালিক ওয়ার্নার জানান, তিনি বাবা হতে পেরে গর্বিত। বলেন, আমার স্ত্রী প্রচণ্ড সহযোগিতা করেন। এখানে আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। এই গুরুত্বপূর্ণ সময়ে সকলে আমাদের পাশে থেকেছে।
নিউজিল্যান্ড ম্যাচের পরই তৃতীয় সন্তানকে স্বাগত জানাবে ওয়ার্নার-দম্পতি
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jun 2019 05:00 PM (IST)
গত বছর খুব একটা ভাল সময় যায়নি ওয়ার্নার-দম্পতির। একদিকে বল-বিকৃতি বিতর্কের জেরে যখন নির্বাসনে ছিলেন ওয়ার্নার, সেই সময় দু-দুবার গর্ভপাত হয় ক্যান্ডিসের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -