আইএনএস বিক্রান্তের ধাতু দিয়ে তৈরি বাইকের মালিক আমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2016 01:13 PM (IST)
মুম্বই: নতুন একটি ১৫০ সিসি বাইকের মালিক হলেন বলিউড অভিনেতা আমির খান। এই বাইক অবশ্য সাধারণ কোনও বাইক নয়। ভারতীয় নৌবাহিনীর প্রথম যুদ্ধবিমান বহনে সক্ষম রণতরী আইএনএস বিক্রান্তের ধাতু দিয়ে তৈরি এই বাইকটি কিনে আবেগ চেপে রাখতে পারেননি আমির। সামাজিক ও জাতীয় বিষয়ে 'পিকে'-র অভিনেতার আগ্রহ সবারই জানা। আইএনএস বিক্রান্তের ধাতু দিয়ে নির্মিত ভি ১৫ বাইকটি কিনতে উত্সুক হন আমির। তিনি বলেছেন, ভি খুবই স্পেশ্যাল বাইক। এরসঙ্গে অন্য কোনও কিছুর তুলনা করা যায় না। এর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। বেশ কয়েক দশক ধরে ভারতীয় বাহিনীর গর্ব ছিল আইএনএস বিক্রান্ত। এই জাহাজের ধাতু দিয়ে তৈরি জিনিসের মালিক হতে পেরে আমি গর্বিত। আমিরের জন্য তৈরি নতুন ভি বাইকের জ্বালানি ট্যাঙ্কে অভিনেতার নামের আদ্যাক্ষর 'এ' খোদিত রয়েছে। এছাড়াও সামনের আসনের ওপরে গ্রাফিক ডিজাইনে লেখা রয়েছে ‘ছোটে লাল’। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বাহিনীর গর্বের প্রতীক ছিল আইএনএস বিক্রান্ত। ১৯৯৭-এ এই জাহাজকে অব্যাহতি দেওয়া হয়।