ইসলামাবাদ: জামাত-উদ-দাওয়া পাকিস্তানে হিন্দু মন্দির অপবিত্র হতে দেবে না, অ-মুসলিমদের পবিত্র ধর্মস্থানগুলির ওপর হামলায় বাধা দেবে। জানালেন হাফিজ মহম্মদ সঈদ। ২৬/১১-র মুম্বই হামলার মাথা বলে চিহ্নিত। তবে সিন্ধ প্রদেশের মাটলিতে এক অনুষ্ঠানে সঈদের গলায় শোনা গিয়েছে হিন্দুদের পাশে থাকার বার্তা। হিন্দুদের ভাইদের পবিত্র মন্দির, ধর্মস্থান রক্ষা করা মুসলিমদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, দেশে মন্দির ও অ-মুসলিমদের পবিত্র ধর্মস্থান নষ্ট হতে দেব না আমরা।
ভাবমূর্তি উদ্ধারেই কি তাঁর মুখে এমন কথা?
জামাত প্রধান ভারত সীমান্ত ঘেঁষা সিন্ধ প্রদেশের দারিদ্র্য-কবলিত থর এলাকায় তাঁর সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষাকেন্দ্র, মাদ্রাসা খুলে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ খারিজ করে দেন।
পাক সংবাদপত্র ডন-এর খবর, কাশ্মীরী মুসলিমদের প্রতিও সমর্থন জানিয়েছেন সঈদ।
তাঁর অভিযোগ, পাকিস্তানের আইন প্রনয়ণকারী সংস্থাগুলি রাষ্ট্র-বিরোধী শক্তি ও ‘র’ এজেন্টদের বিরুদ্ধে আন্তরিকতার সঙ্গেই লড়ছে কিন্তু নওয়াজ শরিফ সরকার তেমন গা করছে না এ ব্যাপারে।
পাকিস্তানে হিন্দু মন্দির অপবিত্র হতে দেবেন না হাফিজ সঈদ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2016 11:51 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -