‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির জন্য চুল, দাড়ি বাড়াচ্ছেন আমির
ABP Ananda, Web Desk | 29 Nov 2016 10:47 AM (IST)
মুম্বই: ‘দঙ্গল’-এর পর ‘ঠগস অফ হিন্দুস্থান’। বর্ষীয়াণ কুস্তিগীরের অতিরিক্ত ওজন ঝেড়ে নতুন ছবিতে দেখা যাবে রোগা, পাতলা নতুন আমির খানকে। এই ছবির জন্য চুল, দাড়িও বাড়াচ্ছেন তিনি। আমির জানিয়েছেন, ‘দঙ্গল’’-এর কুস্তিগীরের চেহারায় নয়, নয়া ছবিতে তাঁর লুক সম্পূর্ণ ভিন্ন। তাই সেইমতো ওজন কমাচ্ছেন তিনি। ‘দঙ্গল’-এর প্রমোশনেই দেখা গেছে দাড়িওয়ালা আমিরকে। মাথার চুল স্কার্ফে ঢেকে রাখেন তিনি। তবে আমির জানিয়েছেন, এটা ছবির জন্য তাঁর ফাইনাল লুক নয়। সেটা আরও বদলাবে। ছবিতে ঠিক কী রকম তাঁর চেহারা হবে, সেটা জানতে আরও দু’মাস। অমিতাভ বচ্চনও আছেন ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবিতে। মার্চ থেকে আমির শুরু করবেন শুটিং।