মুম্বই: নিজের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর ট্রেলার লঞ্চ করলেন বলিউড অভিনেতা আমির খান।


৫১-বছরের অভিনেতা এদিন সোশ্যাল মিডিয়ায় বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত ছবির ট্রেলার প্রকাশ করে লেখেন, এবার  জানান, আপনারা কেমন ভাবলেন!

ছবিতে আমির এক প্রাক্তন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম মহাবীর সিংহ ফোগাট। ছবির প্রেক্ষাপট হল বাবা-মেয়ের সম্পর্ক। ট্রেলারে দেখা যাচ্ছে, কুস্তিগীর মহাবীর তাঁর আসন্নপ্রসবা স্ত্রীকে বলছেন, তাঁর ছেলে হবে, যে কুস্তিতে সোনা আনবে।

কিন্তু, কালচক্রে, মহাবীরের চার কন্যা হয়। একদিন, মহাবীর দেখেন তাঁর মেয়েরা কয়েকজন দুষ্কৃতীকে ধরে মারছে। এরপর থেকেই মেয়েদের কুস্তি শেখাতে শুরু করেন মহাবীর।

[embed]

হরিয়ানভির চরিত্র করার দরুন আমিরকে সেখানকার ভাষা ও কথা বলার ধরন রপ্ত করতে হয়েছে। কুস্তিগীরের চরিত্রের জন্য প্রচুর ওজন বাড়াতে হয়েছে। ছবিতে, লিঙ্গ বৈষম্যের ভেদাভেদ যেমন দেখানো হয়েছে, তেমনই সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে।

ট্রেলারে দেখা গিয়েছে, আমিরকে বলতে, ‘হামারি ছোরিয়াঁ ছোরোঁ সে কম হ্যায় কে...’। আবার এক জায়গায় বলতে শোনা গিয়েছে, ‘গোল্ড তো গোল্ড হোতা হ্যায়.. চাহে বেটা লায় ইয়া বেটি..’

ছবির প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও এবং ডিজনির সিদ্ধার্থ রায় কপূর। পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।