মুম্বই: মঙ্গলবার তিন বছর পূরণ করল পরিচালক আনন্দ এল রাইয়ের (Aanand L Rai) ছবি 'জিরো' (Zero)। এই ছবিতেই শেষ অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এছাড়া মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকে (Anushka Sharma and Katrina Kaif)। 


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে খানিক আবেগপ্রবণ দেখালো পরিচালককে। ছবির পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'মনের কাছে... সবসময়। ছবি নয় অনুভূতি।'


 






পরিচালকের পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। কেউ লেখেন, 'সবচেয়ে প্রিয় ছবি'। আবার অন্য এক নেটিজেন লেখেন, 'ভালবাসা স্যর'। 


আরও পড়ুন: Hamsa Nandini Update: স্তন ক্যানসারের কাছে হেরে যাওয়া নয়, হারিয়ে দেওয়ার অদম্য বার্তা অভিনেত্রীর


তিন হেভিওয়েট তারকাকে নিয়ে তৈরি হলেও এই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। অন্যদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আনন্দ এল রাইয়ের বহু প্রতীক্ষিত ছবি 'অতরঙ্গি রে' (Atrangi Re)। অভিনয় করতে দেখা যাবে সারা আলি খান, ধনুশ ও অক্ষয় কুমারকে (Sara Ali Khan, Dhanush and AKshay Kumar)। আগামী ছবির প্রচারে প্রায়ই বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে পরিচালককে।