নয়াদিল্লি: তেলুগু অভিনেত্রী হংস নন্দিনী (Telugu actress Hamsa Nandini) সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান তাঁর অসুস্থতার কথা। অভিনেত্রী জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত (breast cancer) ও তাঁর কেমোথেরাপি (chemotherapy) চলছে।


হংস নন্দিনী সম্প্রতি জানিয়েছেন তাঁর গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা ধরা পড়েছে। অর্থাৎ তিনি 'স্তন ক্যানসার'-এ আক্রান্ত। অভিনেত্রী কিছুদিন আগে তাঁর বুকের কাছে একটি লাম্প মতো অনুভব করেন। এরপর চিকিৎসা করানোয় ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারও হয়েছে তাঁর।


তাঁর লাম্পটি সরানো হয়েছে ইতিমধ্যেই। অঙ্কোলজিস্টদের মতে এটি খুব বেশি ছড়িয়ে পড়েনি। প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় করা গিয়েছে। 


আরও পড়ুন: Disha Patani in Yodha: সাহায্য ছাড়াই স্টান্ট করছেন দিশা পটানি, আসছে 'যোদ্ধা'


সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট লেখেন অভিনেত্রী। তিনি নিজের অস্ত্রোপচারের পর একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'জীবন আমার দিকে যাই নিক্ষেপ করুক না কেন, তা যতই অন্যায় মনে হোক না কেন, আমি মাথা নোয়াবো না। আমি ভয়, হতাশা এবং নেতিবাচকতা দ্বারা শাসিত হতে চাই না। আমি হাল ছাড়তে নারাজ। সাহস ও ভালবাসার সঙ্গে, আমি এগিয়ে চলব।'


 






অভিনেত্রীকে পরবর্তী তিন বছরের জন্য ১৬ টি কেমোথেরাপি এবং রেডিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। এখনও পর্যন্ত তিনি নয়টি কেমোথেরাপির মধ্য দিয়ে গেছেন, জানিয়েছেন পোস্টে।


ব্রাকা (BRCA) নামক জেনেটিক পরীক্ষা করানোর পর তিনি জানতে পেরেছেন তাঁর এই রোগ বংশগত। অর্থাৎ এই রোগটি কাটিয়ে উঠলেও, তাঁর স্তন ক্যানসারের পুনরায় বিকাশের সম্ভাবনা ৭০ শতাংশ এবং তাঁর ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ। তিনি পোস্টে নিজের মায়ের মৃত্যুর কথাও মনে করেন। তাঁর মা-ও ক্য়ান্সারেই মারা যান।


অভিনেত্রী এমন মানুষদের শিক্ষিত করতে এবং অনুপ্রেরণা দিতে চান যাঁরা একই রকম পরিস্থিতির সম্মুখীন হন। ক্যানসার আক্রান্ত সকলের জন্য তাঁর পোস্ট অনুপ্রেরণা মূলক। জনপ্রিয় তেলুগু ছবি 'অথরিন্তকি ধরেদি' ও 'সোগ্গাদে চিন্নি নয়না'-এ তাঁকে অভিনয় করতে দেখা যায়।