কলকাতা: আগামী বছর ২৩ এপ্রিল হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) পরীক্ষা। পরীক্ষা হবে অফলাইনে (Offline Exam), তবে আবেদন করতে হবে অনলাইন। ২৪ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মধ্যে করতে হবে আবেদন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। আবেদন করতে হবে www.wbjeeb.nic.in ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE)।
চলতি বছরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় ১৭ জুলাই। পরীক্ষার জন্য ২৭৪টি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছিল। ২০২১ সালে জয়েন্টে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৬৯৫ জন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে।
কিন্তু পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (Joint Entrance Board) তরফ থেকে জানানো হয়, ৬ দিন পিছিয়ে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন যার মধ্যে ৬০ শতাংশ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। বাকি ৪০ শতাংশ ভিন রাজ্যের বসবাসকারী।
গত ৬ অগাস্ট প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। পরীক্ষার ২০ দিনের মাথায় জয়েন্টের ফল প্রকাশ করা হয়। এদিন পর্ষদের তরফে জানানো হয়, ‘৯৯ শতাংশের উপর পরীক্ষার্থী সফল হয়েছেন। ৭৪ শতাংশ ছাত্র, ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। ২৩ শতাংশ পরীক্ষার্থী এসেছিলেন রাজ্যের বাইরে থেকে।’ প্রথম স্থানাধিকারী ছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছিলেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিত দত্ত। তৃতীয় হন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল।
গত ১৩ অক্টোবর প্রকাশিত হয় West Bengal Joint Entrance Examination-এর কাউন্সেলিং-এর ফলাফল। দ্বিতীয় পর্যায়ের আসন বণ্টনের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে জানা যায়। উল্লেখ্য, পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in , এই দুই ওয়েবসাইটে।
আরও পড়ুন: SSC Exam Calendar 2022: কবে কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা ? প্রকাশিত এসএসসি ক্যালেন্ডার