মুম্বই: শুরু থেকেই দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক - 'রিশতো কা মাঞ্ঝা'। দর্শকেরা  ধারাবাহিকের গল্প ও চরিত্রগুলির সঙ্গে বেশ একাত্ম অনুভব করেন। অর্জুনের চরিত্রে ক্রুশল আহুজা ও দিয়ার চরিত্রে আঁচল গোস্বামী ইতিমধ্যেই দর্শকদের খুব কাছের হয়ে উঠেছেন।


অর্জুন - দিয়ার রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকেরা। গল্পের নয়া মোড় অনুযায়ী হঠাৎই দর্শকেরা তাঁদের এই পছন্দের জুটিকে ছাদনাতলায় দেখতে পাবেন। এই প্লট ট্যুইস্টে সবচেয়ে বেশি আনন্দিত আঁচল গোস্বামী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিয়ের লুক। বাঙালি নববধূর সাজে আঁচল এখন সকলের চর্চায়।


দিয়ার চরিত্রটিকে সাবলীল করে তুলতে আঁচল গোস্বামীকে সাজিয়ে তোলা হয়েছিল একেবারে বাঙালি কনের সাজে। টকটকে লাল বেনারসি শাড়িতে রঙিন ও সুন্দর লাগছে অভিনেত্রীকে। শাড়িতে সোনালী জরির কাজ, সঙ্গে মানানসই সোনার গয়না। 


 






নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করতে দেখা গেছে তাঁকে। বাঙালি বিয়ের সাজে যে তিনি বেশ খুশি তা বোঝাই যাচ্ছে। এমনকী অভিনেত্রী এটাও জানান যে তাঁর এই লুক প্রবলভাবে বলি অভিনেত্রী বিপাশা বসুর থেকে অনুপ্রাণিত।


আঁচল গোস্বামী বলেন, 'আমি বাঙালি সংস্কৃতি খুবই পছন্দ করি এবং যখন আমি জানতে পারলাম যে আমাকে একটি বিয়ের সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং করতে হবে তখন ভীষণ খুশি হই। আমার বাঙালি কনে সাজার স্বপ্ন সত্যি হয়েছে এই ধারাবাহিকের জন্য। বিয়ের সিক্যোয়েন্সের থেকে বেশি আমি বাঙালি কনের সাজ নিয়ে বেশি উত্তেজিত। আমার সবসময় বেনারসি শাড়ি আৎ হাতে মেহেন্দির সঙ্গে বাঙালি আলতা পরার খুব শখ। আমি তো বিপাশা বসুর বিয়ের লুক দেখে এত অনুপ্রাণিত হয়েছি যে নিজের বিয়েতে ওভাবেই সাজব ভেবেছিলাম।'


'গাঢ় লাল টিপ থেকে কাজল কালো চোখ,' বাঙালি বিয়ের সাজের গোটাটাই মন কেড়েছে অভিনেত্রীর। আগামী কিছু পর্বে দেখা যাবে অর্জুন-দিয়ার বিয়ের অনুষ্ঠান।