কলকাতা: সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly)-র উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' (Oronnyer Dinratri) উপলক্ষ্যে আসছে সুমন মৈত্রের (Suman Maitra)-র নতুন ছবি 'আবার অরণ্যের দিনরাত্রি' ( Abar Awronne Din Ratri)। ছবির মুখ্যভূমিকায় থাকছেন পায়েল সরকার (Paayel Sarkar), অলিভিয়া সরকার (Alivia Sarkar), রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), তনিমা সেন (Tanima Sen) ও অন্যান্যরা।
সদ্য মুক্তি পেয়েছে এই ছবি টিজার। কয়েকজন বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালবাসার গল্প বলে এই ছবি। গল্প অনুযায়ী, ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে যান তিন নারী। নন্দিনী (Nandini), এনাক্ষী (Enakshi) ও মিঠি (Mithi)। তাদের প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, ধ্যানধারণা রয়েছে আর রয়েছে আলাদা আলাদা জীবনের গল্প।
ট্রেলারে চোখ জুড়িয়ে দেয় সবুজের সমারোহ। ঘন জঙ্গল আর গাছের পাতার ফাঁক দিয়ে আসা রোদ মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। রয়েছে পাহাড়ের মাদকতাময় সৌন্দর্য্য ও দৃষ্টিনন্দন শোভাও। ইন্দো আমেরিকানা প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। সময়ের প্রয়োজনে গল্প বদলে নেওয়া হয়েছে কিছুটা। যে তিন নারীর কথা এখানে বলা হয়েছে, তারা ৩ জনেই ভ্লগার। গোটা ছবি জুড়ে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের শোভা, তেমনই রয়েছে বন্ধুত্ব আর সম্পর্কের গল্পও। ছবিতে রয়েছে জমাটি ও মেজাজ তৈরি করা আবহ সঙ্গীতও। সব মিলিয়ে এই ছবি কতটা মন কাড়তে পারে, সেজন্য ছবি মুক্তির অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। ছবিতে তনিমাকে দেখা যাবে অন্যরকম লুকে।
এই ছবিতে অন্যান্য ভূমিকায় থাকছেন, যুক্তা রক্ষিত, পার্থ সারথি দেব, রূপসা মুখোপাধ্যায়, তনিমা সেন, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, আরিয়ান রায়, অর্পিতা দাস, রাজিব সাহা ও বিশ্বজিৎ রায়।
প্রসঙ্গত, এই ছবিটি ছাড়াও, আগামীতে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পায়েলকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee)-র নতুন ছবির গল্প বনফুলের 'পাশাপাশি' গল্প অবলম্বনে।কমলেশ্বরের ছবির গল্পের নাম 'একটু সরে বসুন' (Ektu Sore Bosun)। নতুন এই ছবিতে অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), পাওলি দাম (Paoli Dam), ইশা সাহা (Ishaa M Saha), পায়েল সরকার (Paayel Sarkar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhyopadhyay), মানসী সিংহ (Manasi Sinha), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও রজতাভ দত্ত (Rajatava Dutta)। এক সাহিত্য নির্ভর কমেডি ছবির গল্প বলার জন্য তৈরি হচ্ছেন কমলেশ্বর। বাংলা সাহিত্যে ছোটগল্পের জাদুকর বনফুলের (ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের) গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবিতে। ছবির নাম 'একটু সরে বসুন'।
আরও পড়ুন: Jeetu Nabanita: ৩ বছর আগের সুখস্মৃতি, নবনীতার জন্মদিনে পুরনো ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জিতুর