কলকাতা: আজ নবনীতা দাসের (Nabanita Das)-এর জন্মদিন। সম্পর্ক নিয়ে যতই তোলপাড় বা চর্চা থাকুক না কেন.. প্রিয় মানুষকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে পিছপা হলেন না জিতু কমল (Jeetu Kamal)। ফেসবুক মেমোরিতে আসা উদযাপনের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নবনীতাকে শুভেচ্ছা জানালেন অভিনেতা। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।


আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন জিতু। ভিডিওটি তিনি নিজেই শ্যুট করেছিলেন। কেক কাটা থেকে শুরু করে কেক খাইয়ে দেওয়া, ফ্রেমবন্দি রয়েছে সবই। ২০২০ সালের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কেকের ওপর লেখা 'শুভ জন্মদিন বউ'। এরপরেই দেখা যাচ্ছে, ছিমছাম সাজানো ঘরে হাসিমুখে কেক কাটছেন নবনীতা। সাধারণত বিশেষ দিনে পার্টি করতেন না জিতু-নবনীতা। জন্মদিনের মতো দিনগুলো তাঁদের নিজেদের মতো করেই কাটত। তেমনই একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন জিতু। সঙ্গে লিখেছেন, 'খুব খুব খুব ভাল থেকো'


অন্যদিকে, কমেন্টবক্স ভরেছে ইতিবাচক থেকে শুরু করে নেতিবাচক মন্তব্যেও। অনেকে যেমন লিখেছেন, 'এভাবেই চেষ্টা চালিয়ে যাও, মন গলবে।' অনেকে আবার লিখেছেন, 'এই নাটক বন্ধ করুন'। বিচ্ছেদের ঘোষণার পরে কোনও নেতিবাচক কথা শোনা যায়নি জিতুর তরফে। বরং তাঁর পোস্টে নবনীতার প্রতি ভালবাসার বার্তাই শোনা গিয়েছে। তাই অনেকে মনে করছেন, এই বিচ্ছেদের ঘোষণা একতরফা। মান অভিমান সরিয়ে ফের হয়তো এক হবেন জিতু নবনীতা। 


এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে নবনীতা বলেছিলেন, 'আমরা মিলিতভাবেই ঠিক করেছিলাম, আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। আমরা কখনও চাই না একে অপরকে নিয়ে বিরুপ মন্তব্য করতে। আমাদের একে অপরের জন্য সম্মানটা রয়েছে। ও ওর ভাষায় লিখেছে, আমি আমার ভাষায় লিখেছি। দেখা হলে যেন কথাবার্তাটুকু বজায় থাকে। যেটা ভালভাবে শুরু হয়েছিল, যেটা ভালভাবে শেষ হলে ওর, আমার দুজনেরই ভাল। ওর জন্য যা যা ভাল হয়েছে আমার জীবনে, কখোনোই অস্বীকার করব না।'


আরও পড়ুন: Ghoomer : নীতিন দেশাইয়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন, পিছিয়ে গেল 'ঘুমের'-এর ট্রেলার মুক্তি