কলকাতা: বিদেশে মালতী-গণশার রসায়ন থেকে শুরু করে, বিদেশের মাটিতে মজার রসদ.... ফের দর্শকদের নতুন চমক দিতে হাজির অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য (Ankush Hazra, Rudranil Ghosh, Anirban Bhattacharya)। আর নায়িকা? নায়িকা ছাড়া কী এমন ছবি জমে? প্রথম ছবির মতোই, এখানে থাকছেন, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার (Sohini Sarkar, Priyanka Sarkar, Nusraat Faria)। রবিবার, ছুটির দিনে মুক্তি পেল ছবির প্রথম গান ‘সবই মায়া’।
রবিবার বিকেলে বৃষ্টি নেমেছিল বেশ। রিমঝিম সেই বৃষ্টিতেই কালো টি শার্টে নিউটাউনের রাস্তায় জড়ো হয়েছিলেন ছবির কলাকুশলীরা। বেঙ্গল স্ট্রিট হিপ হপ আর্টিস্ট (Bengal Street Hip Hop artists)-দের জমাটি পারফরম্যান্সের মধ্যে দিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান। নিউটাউন আন্ডারব্রীজ গ্রাফিতি স্ট্রিট মেতে উঠল গানের তালে, ছন্দে আর বৃষ্টি আর গান মিলে মিশে তখন ভিজিয়ে দিচ্ছে সবার মন।
অন্যরকম এই আয়োজনে উচ্ছ্বসিত শিল্পীরাও। অনির্বাণ বলছেন, 'এই ধরণের একটা আয়োজন করার জন্য এসভিএফ (SVF)-কে ধন্যবাদ। আমরা প্রত্যেকের মধ্যে এই পারফরম্যান্স যেন আরও একটু প্রাণ ঢেলে দিল। এটা 'আবার বিবাহ অভিযান'-এর প্রথম ইভেন্ট আর সেটা কলকাতার বুকে এমন একটা অভিনব জায়গায় আয়োজন করা হল যে আমরা অভিভূত। বেঙ্গল স্ট্রিট হিপ হপ আর্টিস্ট দুর্দান্ত পারফর্ম করেছে।'
রুদ্রনীল ঘোষ বলছেন, 'এই পারফরমেন্সটা যদি আরও একটু আগে দেখতাম, হয়তো আরও অনেক কিছু শিখতে পারতাম। আমরা তো শিল্পী। প্রত্যেক মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখার থাকে। 'আবার বিবাহ অভিযান'-এর গল্পটার মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে একটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পারফরম্যান্সের পরিকল্পনাটা দূর্দান্ত ছিল।'
সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। কিন্তু বিদেশের মাটিতে মজা করতে গিয়ে কোন ঝামেলায় জড়াবে তিন 'স্বামী'? বাড়িতে স্ত্রী থাকতেও বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে হবে? আর সেই বিয়েতে অতিথি হয়ে হাজির হবেন স্ত্রীয়েরাও!
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানটিও কম্পোজ করেছেন জিৎ। গানটি লিখেছেন প্রসেন ( Prosen ) ও গেয়েছেন আদিত্য দেব (Aditya Dev)। নির্মাতাদের বিশ্বাস 'আবার বিবাহ অভিযান' বিনোদন, দুর্দান্ত কাস্ট, পরিচালক, সঙ্গীত ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা জামাই ষষ্ঠীর আবহে, ২৫ মে।
গত ৫ মার্চ বিশেষ প্রোমোর মাধ্যমে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। 'বউয়ের চোখ থেকে আড়াল হতে' এবারের নতুন অভিযান হবে তাইল্যান্ডে, জানা যায়। প্রোমোর শুরুতেই দেখা যায় ভ্লগ করতে শুরু করেছেন পর্দার 'গণশা'। ভ্লগের প্রথম দিনেই 'তৈল্যান্ড'-এ যাওয়ার কথা শোনাচ্ছেন তিনি। অন্যদিকে অনুপমের তাইল্যান্ডের টিকিট পড়েছে তাঁর স্ত্রীয়ের হাতে। আর রজতের স্ত্রী মায়া ভেঙে পড়েছে কান্নায়, ঠাকুরের আসন থেকে লক্ষ্মীর ভাঁড় উধাও। তারপর ঠিক কী ঘটে তাইল্যান্ডের মাটিতে, তা জানতে দেখতেই হবে এই ছবি।
আরও পড়ুন: Kidney Stone: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি