নয়াদিল্লি: অস্কারজয়ী (Oscar winning) সঙ্গীত পরিচালক (Music Director) এ আর রহমানের (A R Rahman) মেগা কনসার্টে বাধা পুনে (Pune) পুলিশের। মাঝ পথে থামিয়ে দেওয়া হল অনুষ্ঠান। কিন্তু কেন? হতবাক ও হতাশ দর্শক শ্রোতারা।
মাঝপথে থামিয়ে দেওয়া হল রহমানের কনসার্ট
রবিবার বেশ অনেকটা রাতের দিকেই ঘটনাটি ঘটে। রাজবাহাদুর মিলের কাছে বিশাল বড় আউটডোর ভেন্যুর খোলা মঞ্চেই কনসার্ট হচ্ছিল। কিন্তু রাত ১০টা নাগাদ এক উচ্চপদস্থ পুলিশ কর্মী এসে কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। কারণ, অভিযোগ নির্ধারিত সময়ের পরেও চলছিল অনুষ্ঠান। ঘন কালোর মধ্যে মঞ্চে টর্চ জ্বালিয়ে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় হতাশ হাজারো দর্শক।
মঞ্চে তখন ঝড় তুলেছেন এ আর রহমান। চলছে 'চল ছইয়া, ছইয়া'। তারই মাঝে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। স্টেজে রহমানের দিকে পুলিশকর্মী এগিয়ে এসে তাঁর হাতের ঘড়ির দিকে দেখিয়ে তখনই অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। তবে পুলিশের নির্দেশ মেনেও নেন রহমান। সূত্রের খবর, এখানেই থামেননি পুলিশকর্তা। তিনি এরপর এক বাদ্যযন্ত্র শিল্পীর দিকে এগিয়ে যান, এবং তাঁকে বলেন যে তখনই অনুষ্ঠান বন্ধ না করলে সময়সীমার নিয়ম না মানার ফল ভোগ করতে হতে পারে তাঁদের। কিছু সঙ্গীতশিল্পী আদেশ উপেক্ষা করে অনুষ্ঠান চালিয়ে যান বলেও অভিযোগ।
এই ঘটনার সময় চুপ ছিল না দর্শকমহলও। পুলিশ স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে, প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে যাঁরা অনুষ্ঠান দেখছিলেন তাঁদের মধ্যে থেকেও প্রতিবাদের ঢল ওঠে।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক ছবি পোস্ট করেন সঙ্গীতশিল্পী এ আর রহমান তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। লেখেন, 'পুনে! গত রাতে এত ভালবাসা ও উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ! রোলার কোস্টার কনসার্ট হল! এত বিপুল সংখ্যক ক্লাসিক মিউজিকের ঘর পুনে তা বলাই বাহুল্য! আপনাদের সকলের সঙ্গে গলা মেলাতে ফের আসব আমরা!'
প্রসঙ্গত, যখন পুলিশ এসে অনুষ্ঠান থামাতে বলেন, তখন শান্তভাবেই মঞ্চ ছেড়ে যান এ আর রহমান। এই ব্যাপারে কোনও প্রতিবাদও তিনি করেননি, কোনও মন্তব্যও করেননি।
আরও পড়ুন: Science Fact: দিনের বেলা ঘুমানো ভাল না ক্ষতিকর? জেনে নিন কী বলছে গবেষণা?