কলকাতা: একটি ওয়েব সিরিজে থানায় অপরাধীদের ছবির সঙ্গে শহিদ ক্ষুদিরাম বসুর ছবি দেখানো নিয়ে তুমুল চাপের মুখে পড়ে নতিস্বীকার করতে বাধ্য হল সংশ্লিষ্ট সংস্থা। আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে ক্ষমা চাইল এই ওটিটি প্ল্যাটফর্ম। বলা হয়েছে, ‘অভয় ২'-এর ওই দৃশ্যের ছবিটি আমরা বদলে দিয়েছি। এই ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা ক্ষমা চাইছি।‘ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘খেয়াল করলে দেখবেন প্রথম থেকেই আমরা একাধিক কনটেন্ট এনেছি যা তুলে ধরেছে দেশপ্রেম এবং জাতীয়তাবাদী সংগ্রামকে। আমাদের অনুরোধ, এর মধ্যে দয়া করে রাজনীতির রং লাগাবেন না। আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। আমাদের আশা, রাখছি দর্শকরা আগামী দিনেও তাঁদের বিশ্বাস এবং ভরসা আমাদের উপর বজায় রাখবেন’।

ওটিটি প্ল্য়াটফর্মের তরফে ক্ষমা চাওয়া হলেও অনেকেই হতবাক এইরকম একটা ভুল কীভাবে নজর এড়িয়ে গেল গোটা টিমের। কারণ এই ছবির পরিচালক প্রবাসী বাঙালি কেন ঘোষ। তাছাড়া এই সিরিজের সঙ্গে যুক্ত বহু বাঙালি। বিদিতা বাগ, সন্দীপা ধর অভিনয় করেছেন। লেখকদের মধ্যে রয়েছেন পূষন মুখোপাধ্যায়, স্মিতা মুখোপাধ্যায়। সেট ডিজাইনিং বা পোস্ট প্রোডাকশনের সময় বিষয়টা কারও চোখে পড়ল না!‌ ‌

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের ঠিক আগে ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ হয় ওয়েব সিরিজ অভয়-এর দ্বিতীয় সিজন। কুণাল খেমু অভিনীত ওয়েব সিরিজটির দ্বিতীয় এপিসোডের একটি দৃশ্য থেকেই হাঁ হয়ে গিয়েছেন বাঙালি দর্শক। দেখা যাচ্ছে, থানায় মোস্ট ওয়ান্টেড বোর্ডে ঝোলানো রয়েছে ক্ষুদিরামের ছবি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন প্রতিবাদের ঝড় উঠেছে। এমনকী কলেজ স্ট্রিটে প্রতিবাদে পথে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই।