সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির টিজার দেখে মন খারাপ মানুষের। এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্রকে। টিজারের সংলাপে ফুটে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশাল কর্মজীবনের পরিচয়, '' আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো আ পলিটিকাল অ্যাক্টিভিস্ট।''
ছবি জুড়ে পূনর্নির্মান করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির বিভিন্ন অংশ, তাঁর জীবনের গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলা ছবির নস্টালজিয়াই বার বার ফিরে এসেছে ৪৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে। ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত লেখেন, 'একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধি চেষ্টা করেছি আমরা। জন্মদিনের প্রণাম , সৌমিত্র জ্যেঠু! তোমার মত আর কেউ হবে না। ' সেইসঙ্গে ছবির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকেও ধন্যবাদ জানান পরিচালক।
ছবির নাম হিসাবে 'অভিযান'-কে কেন বেছে নিয়েছিলেন পরমব্রত? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, 'অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে.. এই যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।'
'ফেলুদা' চরিত্রকে জীবন্ত করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছোট্ট টিজার শেষ হয়ে গেলেও কানে বাজতে থাকে সত্যজিতের ফেলুদার কন্ঠস্বর, 'ফেলুদা! ফ নয় ফ..এফ ইন ইংলিশ, ফ ইন বেঙ্গলি।'
শেষবারের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে মুক্তির তারিখ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানালেন পরিচালক পরমব্রত।