সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গত বৃহস্পতিবার হাজির হয়েছিলেন ব্যারাকপুর পুরসভার প্রশাসক তথা স্থানীয় তৃণমূল নেতা। এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালা দেখতে গেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ৷ ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি যান ব্যারাকপুরে এসএন ব্যানার্জি রোডে কথাসাহিত্যিকের বাড়ি ও সংগ্রহশালায় । সাংসদ অভিযোগ করেছেন, পুরসভার বহুতল তৈরির জন্য বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তা সত্ত্বেও পুরসভা কোনও পদক্ষেপ নিচ্ছে না । গত সপ্তাহে তৃণমূলের পুরো প্রশাসক উত্তম দাস এই বাড়িটি পরিদর্শনে যান ৷ তারপরে পাল্টা বিজেপির পরিদর্শনকে কেন্দ্র করে ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর ।


গত সপ্তাহে তৃণমূল নেতা তথা পুর প্রশাসক ঘুরে আসার পর, আজ, মঙ্গলবার গেলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পুরসভার নির্মাণকাজকে বেআইনি বলেও দাবি করেছেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, যা হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে।


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়ি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। ব্যারাকপুর স্টেশন রোডে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির কাছেই তৈরি হচ্ছে পুরসভার মার্কেট কমপ্লেক্স। কথাসাহিত্যিকের পরিবারের সদস্যদের অভিযোগ, নির্মাণকাজের জন্য বাড়িতে ফাটল ধরেছে। আর তা নিয়েই শাসকদলের দিকে আক্রমণ ছুড়ে দিয়েছে বিজেপি। ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘‘পুরসভা বেআইনিভাবে বিল্ডিং বানাচ্ছে। আমরা এই পরিবারকে সবরকমভাবে সাহায্য করব ৷’’ ব্যারাকপুর পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক উত্তম দাস জানাচ্ছেন, ‘‘ পাবলিকের সম্পত্তি। আমার নয়। সব নিয়ম মেনেই কাজ হচ্ছে ৷’’


এই বাড়ির কোণায় কোণায় ছড়ানো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি। কোথাও সযত্নে রাখা তাঁর সৃষ্টির পাণ্ডুলিপি, কোথাও আবার তাঁর ব্যবহৃত আসবাব।


বিভূতিভূষণের বাড়ির রক্ষণাবেক্ষণের অভিযোগ নিয়ে আগেও একাধিকবার এবিপি আনন্দে খবর সম্প্রচার হয়। খবরের জেরে গত সপ্তাহেই এই বাড়িতে যান ব্যারাকপুরের পুর প্রশাসক। আর এই সপ্তাহে হাজির বিজেপি সাংসদ। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে, সংরক্ষণের কাজ কবে গতি পাবে, তারই অপেক্ষায় সাহিত্যিকের বংশধরেরা।