মুম্বই: অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), বলিউডের অন্যতম উদযাপিত ও এখন চর্চিত দম্পতি। বিগত কয়েক মাস ধরেই তাঁরা শিরোনামে। বলিপাড়ায় গুঞ্জন তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চন পরিবার আলাদা প্রবেশ করেন, এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ঢোকেন ঐশ্বর্যা। যার ফলস্বরূপ, বিচ্ছেদের গুঞ্জনে ঘি পড়েছে বলা চলে। জল্পনা আরও তীব্র হয় যখন সোশ্যাল মিডিয়ায় ডিভোর্স সংক্রান্ত একটি পোস্টে 'লাইক' করেন অভিষেক (Divorce Rumours)। অনুরাগীদের মনে উঠেছে একাধিক প্রশ্ন। আর এই আবহেই অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও হয়েছে ভাইরাল। (Old Video Viral)
অভিষেক-ঐশ্বর্যার ঝগড়ার কারণ কী? পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ভাইরাল হয়েছে ঐশ্বর্যার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে তাঁকে অভিষেকের সঙ্গে দারুণ সম্পর্কের ব্যাপারে বলতে শোনা যাচ্ছে। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে, তিনি ফাঁস করেন সেই একটা বিষয় যা নিয়ে অভিষেকের সঙ্গে ঝগড়া শুরু হয়। যদিও প্রথমে বিশেষ গভীরে যেতে চাননি অভিনেত্রী।
প্রথমে খানিক রাখঢাক করেই জানান যে অভিষেকের সঙ্গে নিতান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় তাঁর। 'কেউ জানতে চাইবে না', হেসে বলেন তিনি। কিন্তু কথোপকথন চলতে থাকে। এবং ধীরে ধীরে বলতে থাকেন যে দু'জনেই শক্তিশালী, মতামতযুক্ত ব্যক্তিত্ব হওয়ার ফলে দম্পতি হিসেবে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের। তিনি বলেন, 'আমাদের দু'জনের ব্যক্তিত্বই অত্যন্ত শক্তিশালী ও মতামতযুক্ত, এবং আমরা এখনও ঝগড়া করা আর আলোচনা করার মধ্যে পার্থক্যটা শিখছি।'
'আমাদের উদারভাবে খুব শক্তিশালী জিন দেওয়া হয়েছে, তাই আমাদের শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে। তর্ক করা এবং আলোচনা করার মধ্যে একটি সূক্ষ্ম ফারাক রয়েছে এবং আমরা এখনও সেটা কী তা আবিষ্কার করছি। ফলে আমরা সজোরে আলোচনা করি প্রচণ্ড, আমি খুব ভদ্রভাবে সেটাকে আলোচনা বলব, কিন্তু বোধ হয় সেটাই তর্ক...', হাসতে হাসতে বলেন অভিনেত্রী।
২০০৭ সালে বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিয়ে হয়। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে, আরাধ্যা। যদিও আর পাঁচটা সাধারণ সম্পর্কের মতো তাঁদেরও মতবিরোধ হয়। অন্যদিকে কাজের ক্ষেত্রে, সম্প্রতি জানা গিয়েছে অভিষেক বচ্চনকে দেখা যাবে শাহরুখ খানের 'কিং' ছবিতে, যেখানে সম্ভবত তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। ঐশ্বর্যা রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছে 'পোনিয়িন সেলভান ২' ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।