মুম্বই: বচ্চন পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও, চারজনই সুস্থ হয়ে ছাড়া পেলেন। আগেই ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা। কয়েকদিন আগে ছাড়া পান অমিতাভ বচ্চন। আজ ছাড়া পেয়ে গেলেন অভিষেক বচ্চনও।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক জানান, তাঁকে সাধারণ খাবার দেওয়া হলেও, এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। তবে আজ দুপুরে তিনি পোস্ট করে জানান, ‘আমি বলেছিলাম! আজ দুপুরে আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। বাড়ি ফিরতে পেরে খুব আনন্দ হচ্ছে। আমার ও পরিবারের সদস্যদের এত ভালভাবে যত্ন নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে সাহায্য করার জন্য নানবতী হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। তাঁদের সাহায্য ছাড়া এটা হত না।’
অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় উচ্ছ্বসিত অমিতাভ। তিনি ট্যুইট করে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন।
গত ১১ জুলাই একসঙ্গে হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। পরেরদিন ঐশ্বর্য ও আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জুলাই। কয়েকদিন পরেই মা-মেয়েকে ছেড়ে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ছাড়া পেলেন অমিতাভ ও অভিষেক।