মুম্বই: বলিউডে চিরকালই বচ্চন পরিবার নিয়ে কৌতুহলের অন্ত নেই। সম্প্রতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্স নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই চলছে। যদিও একের পর এক মুহূর্তে তাঁরা প্রমাণ করছেন, তাঁদের সম্পর্ক ঠিক আগের মতোই মজবুত। মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বর্যার ওড়না ঠিকও করে দিতে দেখা যায় অভিষেককে। এরই মধ্যে মেয়েকে নিয়ে মন্তব্য করলেন অভিষেক বচ্চন। 


সংবাদমাধ্যম CNBC-TV18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, আগের প্রজন্ম এবং এখনের প্রজন্মের মনোভাবের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখনকার প্রজন্ম মনোভাবের দিক থেকে অনেকটাই আলাদা বলেই দাবি করেছেন তিনি। অভিষেক বলেন, আমাদের মা-বাবা যা বলত সেটাই শুনতাম। এখনের প্রজন্ম অনেক বেশি অনুসন্ধানী। কেউ কিছু বললে আগে তা বিবেচনা করে দেখে নেয়।' 


এই মুহূর্তে মেয়ে আরাধ্যা কিশোরী। অভিনয়ে ঝোঁক রয়েছে তারও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটমহলে। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও। অভিষেক বলেন, "আমার যা কিছু অর্জন, সবই পরিবারের জন্য। আমার দাদু আমাদের নাম দিয়ে গেছেন, যা আমি সম্মানের সঙ্গে বহন করি। আমি চাই, আমার মেয়ে আরাধ্যাও এই নামকে সম্মান করে বড় হোক। আধ্যাত্মিকতা, জীবনের শান্তি ও ব্যালান্সের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।"


মেয়ের প্রসঙ্গ টেনে অভিষেক বচ্চন বলেন, এখনকার বাচ্চারা কোনও প্রশ্নের উত্তর পেতে আর মা বাবার কাছে দৌড়য় না বরং তাঁদের হাতে গুগল রয়েছে। মা বাবার কাছে তাঁরা ভালবাসা পেতে ছুটে ছুটে আসে। 


সম্প্রতি মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন অভিষেক ও ঐশ্বর্যা। তাঁদের সঙ্গে ছিলেন আরাধ্যাও। অনুষ্ঠানে মেয়ে যখন মঞ্চে পারফর্ম করছিল, তখন একসঙ্গে বসে স্নেহমাখা চোখে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।


ওই সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমায় বরাবরই পরিবারের সাফল্যের সঙ্গে তুলনা করা হত। আমার বাবা, আমারই। আমার স্ত্রীও আমারই। তাঁদের সাফল্যে আমি খুব গর্বিত। কিন্তু তার মানে এই নয় যে আমায় তাঁদের সঙ্গে পাল্লা দিয়েই হবে।" 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে