মুম্বই: সোশ্যাল মিডিয়াতে রিলস বানানোর জন্য নানারকমের ঝুঁকি নিয়ে থাকেন অনেক মানুষ। যার ফল কিছু কিছু সময় মর্মান্তিক হয়। সেই রকমই ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) মালাদের বাসিন্দা ২৭ বছরের আনভি কামদার নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে। ২৭ বছরের ওই যুবতী পেশায় একজন চাটার্ড অ্যাকাউন্টটেন্ট ছিলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড় জেলার মানগাঁও এলাকায় অবস্থিত কুম্ভে জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন আনভি। তারপর জলপ্রপাতের একদম ধারে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলেন। সেই সময় আচমকা পা ফসকে ৩০০ ফুট নিচে জলপ্রপাতের তীব্র জলস্রোতের মধ্যে পড়ে যান। আচমকা চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে হকচকিয়ে গেছিলেন তাঁর সঙ্গে পিকনিক করতে যাওয়া বাকি ৬ জন বন্ধু। পরে স্থানীয় প্রশাসনকে তাঁরা আনভি কামদারের জলপ্রপাতে পড়ে যাওয়ার খবর দেন। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেন প্রশাসনের লোকেরা। ৬ ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে অবশেষে আনভি কামদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান যাওয়ার পর আনভিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: NEET UG 2024: নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে এইমস-র ৩ ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল CBI
এপ্রসঙ্গে উদ্ধারকারী দলের একজন সদস্য শান্তনু কুভেসকর বলেন, তিনি ৩০০ ফুট নিচে শক্ত ও পিছল পাথরের উপরে পড়ে গেছিলেন। দুর্ঘটনাস্থলে পাথরও খসে পড়ছিল তাই প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একটি স্ট্রেচারে করে উদ্ধারকারী দলের ৬ জন সদস্য তাঁকে ওপরে নিয়ে আসেন। বাকি ৫০ জন সদস্য পাহাড়ের ওপর থেকে তাঁদের সাহায্য করছিলেন। উদ্ধার করার সময়ও বেঁচে ছিলেন কামদার। তাই সঙ্গে সঙ্গে ভেন্টিলেটার সাপোর্ট দিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।