করোনার উপসর্গ নিয়ে ১১ জুলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। পরে ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যাকেও হাসপাতালে ভর্তি করতে হয়। অমিতাভ, ঐশ্বর্য ও আরাধ্যাকে কিছুদিন পরেই ছেড়ে দেওয়া হলেও, প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয় অভিষেককে। ১০ অগস্ট তিনি ছাড়া পান। হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিয়মিত নিজের স্বাস্থ্যের বিষয়ে সবাইকে অবহিত করছিলেন অভিষেক। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তিনি ছাড়া পাওয়ার খবরও জানান। এবার অন্যদেরও সচেতন করার চেষ্টা করলেন তিনি।
শুধু বচ্চন পরিবারের সদস্যরাই নন, করোনা আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে ভারতের স্থান এখন দ্বিতীয়। টানা ৩৬ দিন ধরে দৈনিক সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত। অথচ বহু মানুষই এখনও মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন। অনেকে আবার মাস্ক পরে বেরোলেও তা ঝুলছে থুতনির কাছে। এমনকী, মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হলেও হুঁশ ফেরেনি অনেকের। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন অভিষেক।
করোনার জেরে এখনও সিনেমা হল বন্ধ। শ্যুটিংয়ের নানান বিধিনিষেধ। ঘরবন্দি মানুষজনের কাছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ‘ব্রিদ’-এ দেখা গিয়েছে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিগ বুল’।