কলকাতা: মা হলেন শুভশ্রী। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসারে এল নতুন সদস্য। আজই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর। আজ সকালেই এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রাজ। পড়ুন: মা হতে আর দিনকয়েকের অপেক্ষা! শুভশ্রীর সঙ্গে নতুন ছবি পোস্ট করলেন হবু বাবা রাজ সম্প্রতি একের পর এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন রাজের পরিবার। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন রাজ চক্রবর্তীর বাবা। তিনি করোনা আক্রান্ত ছিলেন। কোভিড পজিটিভ হন রাজও। কিন্তু শুভশ্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই পরিস্থিতি কাটিয়েই রাজ-শুভশ্রী সেরে ফেলেন একটি বিজ্ঞাপনের শ্যুটিং। মে মাসে রাজ-শুভশ্রীর বিবাহবার্ষিকীর দিন, সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় দেন রাজ চক্রবর্তী।