মুম্বই: পরিচালক কর্ণ জোহরের পপুলার টক শো 'কফি উইথ কর্ন' প্রতিটি প্রোমো ও পর্বই নয়া নয়া কাহিনী নিয়ে হাজির হয়। খুব শীঘ্রই ওই শো-তে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে শ্বেতা বচ্চনের সঙ্গে অতিথি হিসেবে দেখা যাবে। এই পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। এর প্রোমোও রিলিজ হয়েছে। আর সেই প্রোমো সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। প্রোমো থেকেই স্পষ্ট যে, কর্ণ এমন কিছু প্রশ্ন করেছেন, যার জবাব দিতে গিয়ে ভাই-বোন অভিষেক ও শ্বেতাকে কিছুটা দ্বিধায় পড়তে হয়েছে।
এমনই একটি প্রশ্ন ছিল অভিষেককে। মা, না বউ, কাকে বেশি ভয় করেন?
র‌্যাপিড ফায়ার রাউন্ডে কর্ণের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘মা’। কিন্তু সেই উত্তর শুনে শ্বেতা বলেন, ‘বউ’।
শ্বেতার কথা শুনে তাঁকে থামিয়ে অভিষেক বলেন, এই র‌্যাপিড ফায়ার রাউন্ড তাঁর সঙ্গে হচ্ছে। তাই তাঁর জবাবটাই সঠিক হবে। এরপর সবাই হেসে ফেলেন।
বাস্তবে অভিষেক কাকে বেশি ভয় পান, তা তিনিই জানেন। কিন্তু প্রোমো দেখে মনে হচ্ছে যে, পর্বটি বেশ মজাদার হবে।
উল্লেখ্য, অভিষেক ও তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই শীঘ্রই অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমায় শ্যুটিং শুরু করবেন। আট বছর বাদে বলিউডের এই দম্পতিকে ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। শেষবার ‘রাবণ’ সিনেমায় তাঁদের দেখা গিয়েছিল।