দেখুন: ক্রিকেট খেলছেন সলমন, চার-ছক্কার ঝড় ব্যাটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jan 2019 04:10 PM (IST)
মুম্বই: বলিউড অভিনেতা সলমন খান এখন তাঁর আগামী সিনেমা ‘ভারত’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। এরইমধ্যে সময় বের করে খেলাধুলোয় মেতে উঠতে কখনও ভোলেন না তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সলমন। ওই ভিডিও ‘ভারত’ সিনেমার লোকেশনে চুটিয়ে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে সলমনকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। আর ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা মারছেন তিনি। সলমন বর্তমানে ‘ভারত’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, তব্বু, দিশা পাটনি, নোরা ফতেহি, সুনীল গ্রোভার ও আসিফ শেখের মতো অভিনেতা-অভিনেত্রীদের। সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর। আলি এর আগে সলমনের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’-এর মতো সিনেমায় কাজ করেছেন। শুরু থেকেই এই সিনেমা ঘিরে জোর চর্চা চলছে। প্রথমে প্রিয়ঙ্কা চোপড়ার কাজ করার কথা থাকলেও আচমকাই তিনি কাজ ছেড়ে দেন। তাঁর জায়গায় নেওয়া হয় ক্যাটরিনাকে।