ভিডিওতে সলমনকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। আর ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা মারছেন তিনি।
সলমন বর্তমানে ‘ভারত’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, তব্বু, দিশা পাটনি, নোরা ফতেহি, সুনীল গ্রোভার ও আসিফ শেখের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর। আলি এর আগে সলমনের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’-এর মতো সিনেমায় কাজ করেছেন। শুরু থেকেই এই সিনেমা ঘিরে জোর চর্চা চলছে। প্রথমে প্রিয়ঙ্কা চোপড়ার কাজ করার কথা থাকলেও আচমকাই তিনি কাজ ছেড়ে দেন। তাঁর জায়গায় নেওয়া হয় ক্যাটরিনাকে।